মুসলিম ব্রাদারহুডের নতুন 'সুপ্রিম গাইড' সালাহ আবদেল-হক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মুসলিম ব্রাদারহুডের নতুন 'সুপ্রিম গাইড' সালাহ আবদেল-হক

 

মিসরের মুসলিম ব্রাদারহুডের নতুন 'সুপ্রিম গাইড' নির্বাচিত হয়েছেন ড. সালাহ আবদেল-হক। সংগঠনের জেনারেল শূরা কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। ইব্রাহিম মুনিরের ইন্তেকালের পর থেকে সালাহ ভারপ্রাপ্ত সুপ্রিম গাইড হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শিগগিরই এ নির্বাচনের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।


মুসলিম ব্রাদারহুডের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে আরবি২১ জানায়, শিগগিরই ব্রিটিশ রাজধানী লন্ডন থেকে এই সিদ্ধান্ত জানানো হবে। সালাহ আবদেল-হক লন্ডনেই বসবাস করছেন।


সালাহ আবদেল-হক মুসলিম ব্রাদারহুডের অন্যতম ঐতিহাসিক নেতা। তিনি ছিলেন সাইয়েদ কুতুবের (১৯০৬-১৯৬৬) অন্যতম ছাত্র ও অনুসারী। সাইয়েদ কুতুব ও ব্রাদারহুডের আরো কয়েকজন নেতাকে ফাঁসি দেয়ার পর '১৯৬৫ অর্গ্যানাইজেশন' হিসেবে পরিচিত মামলায় তিনিও কারাবন্দী হয়েছিলেন।


গত শতকের পঞ্চাশের দশকে স্কুলছাত্র অবস্থায় তিনি মুসলিম ব্রাদারহুডে যোগ দেন। তিনি মিসরীয় মুসলিম ব্রাদারহুড জেনারেল শূরা কাউন্সিল এবং ইন্টারন্যাশনাল শূরা কাউন্সিলের সদস্য। তিনি সংগঠনটির বিভিন্ন দায়িত্বে ছিলেন।


আবদেল-হক এক অভিজাত পরিবারের সন্তান এবং পেশায় চিকিৎসক। তিনি জীবনের বেশির ভাগ সময় বিদেশে কাটিয়ে এখন লন্ডনে স্থায়ী হয়েছেন।


সূত্র : মিডল ইস্ট মনিটর

কোন মন্তব্য নেই