ব্রাজিলের ভয়াবহ বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪৬ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্রাজিলের ভয়াবহ বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪৬

 

ব্রাজিলে ভয়াবহ বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৪৬ জনে। দুর্গত এলাকায় আড়াই হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত। খবর রয়টার্সের।


দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দাবি, আরও অর্ধ-শতাধিক মানুষ নিখোঁজ আছে। আশঙ্কা করা হচ্ছে, বাড়তে পারে প্রাণহানি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাও সেবাস্তিয়াও শহর। ভূমিধসে বিচ্ছিন্ন সব রাস্তাঘাট আর যোগাযোগ ব্যবস্থা। সে কারণে দুর্দশাগ্রস্ত মানুষদের হাতে পৌঁছানো যাচ্ছে না পর্যাপ্ত খাদ্য-ওষুধ সহযোগিতা।


ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য এরইমধ্যে ১৫ লাখ ডলারের জরুরি তহবিল ঘোষণা করেছে স্থানীয় সরকার। ঝুঁকিপূর্ণ লোকালয় থেকে দু’হাজারের মতো মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে।


গেলো ২৪ ঘণ্টায় ৬০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশকিছু শহরে ঐতিহ্যবাহী সাম্বা কার্নিভ্যাল বাতিল করেছে সরকার।

কোন মন্তব্য নেই