২০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা পেপালের
আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রায় ২ হাজার কর্মী ছাঁটাই করবে ই-কমার্স প্রতিষ্ঠান পেপাল। বৈশ্বিক মূল্যস্ফীতি ও সুদের হার বাড়ার প্রভাব মোকাবেলায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর টেক টাইমস।
কর্মী ছাঁটাইয়ের ঘোষণা সম্প্রতি পেপালের অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশ হয়েছে।
অনলাইন পেমেন্ট সিস্টেমটির প্রেসিডেন্ট ও সিইও ড্যান শুলম্যান কর্মী ছাঁটাইয়ের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ পরিকল্পনা কার্যকর হবে।
কর্মস্থলে প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখায় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শুলম্যান। তিনি বলেন, ছাঁটাই সহকর্মীদের প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধা ও সহানুভূতিশীল আচরণ করব।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ছাঁটাই হওয়া ২ হাজার কর্মী পেপালের মোট জনবলের ৭ শতাংশের সমান।
অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার আশংকায় প্রযুক্তি জায়ান্টরা একের পর এক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে। এবার অন্যদের পদাঙ্ক অনুসরণ করল পেপাল।
কোম্পানিটির এই পদক্ষেপ বৈশ্বিক মূলস্ফীতি মোকাবেলার একটি প্রচেষ্টা মাত্র। কভিড মহামারী শুরু হওয়ার পর পেপালের শেয়ার নিম্নমুখী ও পেমেন্টের পরিমাণ কমেছে। এ জন্য প্রতিষ্ঠানটি কর্মী ছাঁটাই ও বিভিন্ন অফিস বন্ধ করে প্রতিষ্ঠানের ব্যয় কমানোর চেষ্টা করছে। এতে কিছুটা সুফল মিলেছে।
এই সব পদক্ষেপের কারণে গতবছর পেপাল প্রায় ৯০ কোটি ডলার খরচ বাঁচাতে পেরেছে। কর্তৃপক্ষের প্রত্যাশা, চলতি বছর এ অঙ্ক ১৩০ কোটি ডলার পৌঁছাবে।

কোন মন্তব্য নেই