সাইবার নিরাপত্তা আইন পুনর্গঠন করবে অস্ট্রেলিয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাইবার নিরাপত্তা আইন পুনর্গঠন করবে অস্ট্রেলিয়া


হ্যাকারদের আক্রমণ প্রতিহতে ও বিনিয়োগের বিষয় পর্যবেক্ষণে সাইবার নিরাপত্তা আইন পুনর্গঠনের কথা ভাবছে অস্ট্রেলিয়া সরকার। এ লক্ষ্যে এজেন্সি চালুর কথাও ভাবা হচ্ছে বলে জানা গেছে। খবর গ্যাজেটসনাও।


গত বছর দেশটিতে সাইবার আক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর মধ্যে স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠান মেডিব্যাংক প্রাইভেট, সিঙ্গাপুর টেলিকমিউনিকেশনের মালিকানাধীন টেলকো অপটাসসহ আটটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। শিল্প খাতসংশ্লিষ্ট ও বিশেষজ্ঞদের সঙ্গে আলাপকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ‘‌বর্তমানে যে সাইবার নিরাপত্তা বিধান, সরকারি নীতি ও বিধিনিষেধ রয়েছে সেগুলো যথেষ্ট নয়।’


তিনি বলেন, ‘‌সাইবার জগৎ দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত এ খাতে হামলা ও হুমকি বাড়ছে। এসব কারণে অস্ট্রেলিয়া অনেক বছর পিছিয়ে আছে।’ সরকারের পক্ষ থেকে সাইবার নিরাপত্তার জন্য সহায়ক সেল তৈরি করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত জাতীয় অফিস এর দেখভাল করবে। এর মাধ্যমে যেকোনো সাইবার হামলার সময় সরকারি প্রতিষ্ঠানগুলো একত্রে কাজ করবে বলে সূত্রে জানা গেছে।


সমন্বয়কারী সাইবার নিরাপত্তার বিষয়ে সরকারের বিনিয়োগ কৌশলগুলো পর্যবেক্ষণ করবে। পাশাপাশি হ্যাকারদের আক্রমণের পরিপ্রেক্ষিতে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে বা প্রতিক্রিয়া জানানো হবে সে বিষয়েও সহায়তা করবে। অস্ট্রেলিয়া সরকার এরই মধ্যে নতুন সাইবার নিরাপত্তা আইনের বিষয়ে আলোচনাপত্র প্রকাশ করেছে।

কোন মন্তব্য নেই