তুরিন সিটিতে দ্বিতীয় ক্লাউড অঞ্চল চালু করবে গুগল
ইতালিতে দ্বিতীয় ক্লাউড অঞ্চল চালুর কথা ভাবছে অ্যালফাবেটের মালিকানাধীন গুগল। সম্প্রতি এক ব্লগপোস্টে প্রতিষ্ঠানটি এ কথা জানায়। মূলত ক্লাউড কম্পিউটিংয়ের বৈশ্বিক হাবে পরিণত হতে ইতালির যে প্রয়াস সেটিতে সহায়তা করছে গুগুল। উত্তর ইতালির তুরিন শহরে দ্বিতীয় ক্লাউড অঞ্চল স্থাপন করা হবে। মিলানে গুগলের প্রথম অঞ্চলটি রয়েছে। গুগল জানায়, মিলান ও তুরিনের ক্লাউড অঞ্চলগুলো ২০২৫ সাল নাগাদ ১৯০ কোটি ইউরো বা ২০৭ কোটি ডলারের বাজার তৈরি করবে। রয়টার্স
কোন মন্তব্য নেই