অ্যান্ড্রয়েডে পাসকি লগইন সুবিধা চালু পেপালের
যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য পাসওয়ার্ড কি লগইন ফিচার চালু করেছে পেপাল। ক্রোম ব্রাউজার থেকে ওয়েবসাইটে প্রবেশের ক্ষেত্রে এ সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এর আগে ২০২২ সালের অক্টোবরে অ্যাপলের কম্পিউটার ও ট্যাবলেট ডিভাইসের জন্য পাসকি লগইন ফিচার চালু করেছিল প্লাটফর্মটি। খবর এনগ্যাজেট।
গুগল এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড ও ক্রোমের জন্য পাসকি সাপোর্ট চালু করতে পারেনি, তবে পেপাল ভবিষ্যতে বিভিন্ন দেশের সব প্লাটফর্মে পাসওয়ার্ডের বিকল্প এ লগইন ব্যবস্থা চালুর বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। গত বছরের ডিসেম্বরে স্ট্যাবল ক্রোমের জন্য পাসকি চালু করা হয়। বর্তমানে প্রতিশ্রুতি রক্ষা করছে পেপাল, তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে। পেমেন্ট কার্যক্রম পরিচালনাকারী প্লাটফর্মটির অ্যান্ড্রয়েড অ্যাপে এখনো এ লগইন অপশন চালু হয়নি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৯ ব্যবহারকারী ডিভাইসের ক্রোম ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাক্টিভেশন করতে পারে।
যেসব ওয়েবসাইটে ও পরিষেবায় প্রবেশের জন্য ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহারের প্রয়োজন হয় না সেসব ক্ষেত্রে ব্যবহারকারীদের প্রবেশের সুবিধা দেবে এ নতুন পদ্ধতি। এক্ষেত্রে পদ্ধতিটি বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবহারের মাধ্যমে ইউজারের পরিচয় শনাক্ত করতে পারে। তবে বর্তমানে এ প্রযুক্তি ক্রিপ্টোগ্রাফিক কি পেয়ার তৈরি করে থাকে। যার একটি পাবলিক, আরেকটি প্রাইভেট। যেসব অ্যাপ ও সার্ভিস পাসকি সমর্থন করে থাকে সেগুলো পাবলিক কি ব্যবহারের মাধ্যমে ব্যক্তির পরিচয় শনাক্ত করে থাকে। এক্ষেত্রে ডিভাইসে থাকা প্রাইভেট কি এর সঙ্গে পাবলিক কি মেলানো হয়। বর্তমানে অনেক পাসওয়ার্ড ম্যানেজার একাধিক ডিভাইসে পাসকি ব্যবহারের সুবিধা দিয়ে থাকে।
পেপাল অ্যান্ড্রয়েডে পাসকি চালুর জন্য নির্দিষ্ট ব্যবহারকারীদের প্রথমে ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। সেখানে ক্রিয়েট এ পাসকি অপশন আসবে। এরপর বায়োমেট্রিক ব্যবহারের মাধ্যমে ও পাসকোডের মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় শনাক্ত করতে হবে।
কোন মন্তব্য নেই