যুক্তরাষ্ট্রে পেইড সাবস্ক্রিপশন পরিষেবা চালু মেটার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যুক্তরাষ্ট্রে পেইড সাবস্ক্রিপশন পরিষেবা চালু মেটার


যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য পেইড সাবস্ক্রিপশন পরিষেবা চালু করেছে মেটা। ফলে এখন থেকে সেখানকার ব্যবহারকারীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করতে অর্থ ব্যয় করতে হবে। খবর রয়টার্স।


মেটা মালিকানাধীন প্লাটফর্মের আগে টুইটারে পেইড ভেরিফিকেশন পরিষেবা চালু করেছে ইলোন মাস্ক। এক বিবৃতিতে মেটা জানায়, ভেরিফায়েড পরিষেবার অংশ হিসেবে ব্যবহারকারীদের নীল ব্যাজ দেয়া হবে। তবে এজন্য সরকার প্রদত্ত আইডি কার্ড ব্যবহার করতে হবে। ওয়েব ভার্সনের জন্য প্রতি মাসে ১১ ডলার ৯৯ সেন্ট, অ্যাপল ও অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য ১৪ ডলার ৯৯ সেন্ট ব্যয় করতে হবে। ৪ হাজার ৪০০ কোটি ডলারে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার অধিগ্রহণের পর মাস্ক ব্লু সাবস্ক্রিপশন সেবা চালু করে।

কোন মন্তব্য নেই