দুই বছর পর ফেসবুক-ইউটিউবে ফিরলেন ট্রাম্প
মেটা মালিকানাধীন ফেসবুক ও অ্যালফাবেটের ইউটিউবে ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সাবেক এ প্রেসিডেন্ট এক ভিডিওর মাধ্যমে ফিরে আসার কথা ভক্তদের জানান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভিডিও কনটেন্টে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার বিষয়ে সিএনএনের ঘোষণার বিষয়টি দেখানো হয়েছে।
ভিডিওতে ট্রাম্প বলেন, ‘সবাইকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। এটি জটিল ব্যবসা।’ প্লাটফর্মগুলোয় ফিরে আসার মাধ্যমে রাজনৈতিক কারণে ট্রাম্প তহবিল সংগ্রহের কিছু বিশেষ ক্ষেত্রে প্রবেশ করতে পারবেন। ২০২৪ সালের নির্বাচনের জন্য আবারো মাঠে নামছেন ট্রাম্প। সেদিক থেকে সাবেক এ প্রেসিডেন্ট তিনটি প্লাটফর্মের মাধ্যমে ১৪ কোটি ৬০ লাখ ফলোয়ারের কাছে পৌঁছতে পারবেন।
গত শুক্রবার অ্যালফাবেট ট্রাম্পের ইউটিউব চ্যানেল পুনরায় চালু করেছে। অন্যদিকে চলতি বছরের শুরুর দিকে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দেয় মেটা। অন্যদিকে ইলোন মাস্ক গত বছর এক জরিপ পরিচালনা শেষে টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেন। তবে ট্রাম্প এখন পর্যন্ত অ্যাকাউন্টে কোনো পোস্ট করেননি।
ইউটিউব অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়ার বিষয়ে কোম্পানি বিবৃতিতে জানায়, ক্যাপিটল হিলের ঘটনার পর আমরা বর্তমান সময়ের ঝুঁকি বিবেচনা করেছি। পাশাপাশি আসন্ন নির্বাচনে অনুসারীরা যেন শীর্ষ দুই প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতে পারে সে সমতা বিধান করা হয়েছে।
কোন মন্তব্য নেই