ডিফল্ট অ্যাপ নির্ধারণ সহজ করছে মাইক্রোসফট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডিফল্ট অ্যাপ নির্ধারণ সহজ করছে মাইক্রোসফট


২০২১ সালে প্রথম উইন্ডোজ ১১ উন্মোচন করে মাইক্রোসফট। তবে সে সময় থেকেই ডিফল্ট অ্যাপ পরিচালনা নিয়ে ব্যবহারকারীরা অভিযোগ করে আসছে। উইন্ডোজ ১০-এর তুলনায় নতুন অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের ডিফল্ট অ্যাপ পরিবর্তনে সমস্যা তৈরি করে। এ সমস্যা থেকে মুক্তি দিতে কাজ করছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। খবর এনগ্যাজেট।


উদাহরণস্বরূপ, পিসিতে অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার না থাকলে পিডিএফ ফাইল মাইক্রোসফটের এজ ব্রাউজারে চালু হয়। এটি পরিবর্তন করতে চাইলে ব্যবহারকারীদের উইন্ডোজ ১১-এর সেটিংস মেন্যুতে প্রবেশ করে ফাইল ও লিংকের ধরন পরিবর্তনে বাধ্য করে, যা খুবই বিরক্তিকর অভিজ্ঞতা।


প্রকাশিত এক ব্লগপোস্টের বরাতে ব্লিপিং কম্পিউটার জানায়, কম্পিউটার পরিচালনায় ব্যবহারকারীদের পরিপূর্ণ নিয়ন্ত্রণ দিতে নতুন আপডেট নিয়ে কাজ করছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচার আনার ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজে ডিফল্ট অ্যাপ পরিবর্তন করতে পারবে।


চলতি বছরের শেষ দিকে কোম্পানিটি নতুন ডিড লিংক ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার (ইউআরআই) চালু করবে। যার মাধ্যমে ডেভেলপাররা ব্যবহারকারীদের নির্দিষ্ট সেটিংসে যাওয়ার জন্য সহায়তা করতে পারবে।


মাইক্রোসফট জানায়, এ ফিচারের মাধ্যমে ডেস্কটপে যেসব অ্যাপ পিন করা, সেগুলোর পাশাপাশি স্টার্ট মেন্যু ও টাস্কবার নিয়ন্ত্রণে ব্যবহারকারীদের হাতে আরো বেশি নিয়ন্ত্রণ থাকবে। এগুলোর জন্য নতুন এপিআই যুক্ত করা হবে। ইন্টারফেসে আসার আগে এটি ব্যবহারকারীর অনুমতি নেবে। উইন্ডোজ ইনসাইডার ডেভ চ্যানেলে প্রথম ফিচার দুটি চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূ্ত্রে জানা গেছে। এরপর উইন্ডোজ ১১-এর সব ব্যবহারকারীর জন্য এগুলো চালু করা হবে।

কোন মন্তব্য নেই