নিলামে উঠছে বিশ্বের সবচেয়ে বড় রুবি
নিলামে উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রুবি। আগামী ৮ জুন নিউ ইয়র্কের সোথবি ম্যাগনিফিসেন্ট জুয়েলস অকশনে উঠতে যাচ্ছে এটি। ৫৫.২২ ক্যারট ওজনের এই রুবিটির নাম ইসত্রেলা ডি ফিউরা। সোথবি এটির দাম নির্ধারণ করেছে ৩ কোটি ডলার। এই দামে বিক্রি হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রুবি।
এটি নিলামের তোলার ঘোষণা দিয়েছেন সোথবির নিলামকারী উনি কিম।
২০২২ সালের জুলাইয়ে একটি খনিতে থেকে এটি উত্তোলন করে ফিউরা জেমন কোম্পানি। এরপর গত দুবাইভিত্তিক কোম্পানিটি এটি নাম দেয় ইসত্রেলা ডি ফিউরা (ফিউরার তারকা)। বিশেষজ্ঞরা এটিকে ব্যতিক্রমী সম্পদ বলেই মনে করছিলেন। এই ধরনের রুবি ‘অত্যন্ত বিরল’ বলে অভিহিত করেন তারা।
উদ্ধার করার পর এটির ওজন ছিল ১০১ ক্যারট। পরে এটিকে কেটে ও পলিশ করে ৫৫ ক্যারটে রূপ দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই