চীনা নিষেধাজ্ঞার কবলে দুই মার্কিন প্রতিষ্ঠান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চীনা নিষেধাজ্ঞার কবলে দুই মার্কিন প্রতিষ্ঠান


দুটি আমেরিকান সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। সম্প্রতি যে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনকে আতিথেয়তার অভিযোগ তুলেছে চীন, তারাই পড়ল এ নিষেধাজ্ঞার কবলে।


চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৭ এপ্রিল) জানিয়েছে, ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক হাডসন ইনস্টিটিউট এবং ক্যালিফোর্নিয়ার রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিকে নিষেধাজ্ঞা দিয়েছে তারা। নিষেধাজ্ঞার ফলে প্রতিষ্ঠানদুটি চীনের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা, বিনিময় বা লেনদেন করতে পারবে না।


সংস্থাদুটির কর্তাস্থানীয় ব্যক্তিরা নিষিদ্ধ থাকবেন চীনে। এমনকি তারাও চীনের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করতে পারবেন না। তাদের যদি চীনে কোনো সম্পত্তি থাকে, বাজেয়াপ্ত করা হবে তাও।


চীন বলছে, তাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি, এমন বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপকে সহায়তা করেছে হাডসন ইনস্টিটিউট এবং রিগান লাইব্রেরি। তাইওয়ান সরকারের বিভিন্ন কার্যকলাপকে এ ধরনের শব্দ দিয়েই ব্যাখ্যা করে চীন। প্রায় তাইওয়ানি প্রেসিডেন্টের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনে দেশটি।


গত বুধবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট। সদ্য নিষেধাজ্ঞার কবলে পড়া রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে বসেই তিনি ইউএস হাউসের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেছেন। আর অন্য প্রতিষ্ঠান— হাডসন ইনস্টিটিউট গত সপ্তাহে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড দিয়েছে সাইকে।


শুরু থেকেই প্রেসিডেন্টের দশ দিনের এ সফরের তীব্র নিন্দা জানিয়ে আসছে চীন। তারা তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে এবং দ্বীপটির সার্বভৌমত্বকে অস্বীকার করে।

কোন মন্তব্য নেই