টিকটকের ‘ফর ইউ’ ফিড রিফ্রেশে পছন্দের ভিডিও - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টিকটকের ‘ফর ইউ’ ফিড রিফ্রেশে পছন্দের ভিডিও


ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী কনটেন্ট রিকমেন্ড করতে একটি নতুন ফিচার চালু করেছে শর্ট-ভিডিও প্লাটফর্ম টিকটক। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা  টিকটকের ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করতে পারবে। রিকমেন্ড করা কোনো কনটেন্ট ব্যবহারকারীর অপ্রাসঙ্গিক মনে হলে ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করলেই চলে আসবে নতুন কনটেন্ট। টিকটক নিউজরুম।


কনটেন্ট, ক্রিয়েটর, কমিউনিটি এবং প্রডাক্টসহ প্রতিটি ক্ষেত্রেই প্লাটফর্মটি ভিন্নতা এনেছে এর ‘ফর ইউ’ ফিড ফিচারটির মাধ্যমে। টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক সময় রিকমেন্ড করা কনটেন্ট বা ভিডিও ব্যবহারকারীর কাছে অপ্রাসঙ্গিক বলে মনে হতে পারে। এছাড়া কনটেন্টটি পছন্দ অনুযায়ী নাও হতে পারে। বিষয়টির কথা ভেবেই এবার ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করার সুবিধাটি এনেছে টিকটক, যা অ্যাপটিতে সাইন আপ করার সঙ্গে সঙ্গেই দেখা যাবে।


টিকটক বলছে, ফিচারটির কারণে ব্যবহারকারীরা দেখানো কনটেন্টগুলোকে নানাভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। যেমন হ্যাশট্যাগ বা বাক্য দিয়ে তৈরি করা ভিডিও ‘ফর ইউ’ ফিডে ফিল্টার করা যাবে। ফিল্টার করা ওই ভিডিও নির্মাতার কনটেন্ট বা ব্যবহৃত নির্দিষ্ট শব্দও ভবিষ্যতে এড়িয়ে যাওয়া যাবে। 

কোন মন্তব্য নেই