দেশের বাজারে রিয়েলমির নতুন স্মার্টফোন সি৫৫
দেশের বাজারে নিজেদের ‘সেগমেন্ট সেরা’ সি৫৫ মডেলের স্মার্টফোন উন্মোচন করেছে রিয়েলমি। স্মার্টফোন ব্র্যান্ডটি বলছে, এটি এই সিরিজের একমাত্র ফোন যাতে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং ২৫৬ গিগাবাইট (জিবি) পর্যন্ত স্টোরেজ সুবিধা।
রিয়েলমি জানিয়েছে, ক্যামেরা, স্টোরেজ, চার্জ ও ডিজাইন—এ চারটি ক্ষেত্রে সি-সিরিজের অন্যান্য মডেলের তুলনায় এ স্মার্টফোনটিকে আপগ্রেড করা হয়েছে। মডেলটি সানশাওয়ার ও রেইনি নাইট এ দুই রঙে পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং হেলিও জি৮৮ চিপসেটসহ ৬ দশমিক ৭২ ইঞ্চির এফএইচডি প্লাস রেজল্যুশনের ডিসপ্লে।
স্মার্টফোনটিতে ৬৪ মেগাপিক্সেল মূল ক্যামেরার পাশাপাশি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বিঅ্যান্ডওয়াই (ব্ল্যাক অ্যান্ড হোয়াইট) লেন্স রয়েছে। এছাড়া এই সিরিজের আগের মডেল সি৩৫-এর তুলনায় ‘সি৫৫’-তে ৫৪ শতাংশ সেন্সর সাইজ এবং ৫৩ দশমিক ৮ শতাংশ রেজল্যুশন বাড়ানো হয়েছে।
রিয়েলমির তথ্যানুযায়ী, ডিভাইসটিতে ৮ জিবি র্যাম রয়েছে, যা ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকলেও বাড়ানো যাবে ১ টেরাবাইট পর্যন্ত। ব্যাটারির ক্যাপাসিটি থাকছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। এর ৩৩ ওয়াটের চার্জারের সাহায্যে শতভাগ চার্জ হতে সময় লাগবে মাত্র ৬৩ মিনিট।
এ সিরিজের সেরা ফিচারের কারণে রিয়েলমি সি৫৫ মডেলটিকে ‘চ্যাম্পিয়ন’ ডিভাইস হিসেবে অভিহিত করছে প্রতিষ্ঠানটি।
স্মার্টফোনটির ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টের মূল্য ১৮ হাজার ৯৯৯ টাকা। এছাড়া ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৯৯৯ টাকা।

কোন মন্তব্য নেই