ঈদ উপলক্ষে চারটি স্মার্টফোনে বিশেষ অফার অপোর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঈদ উপলক্ষে চারটি স্মার্টফোনে বিশেষ অফার অপোর


আসন্ন ঈদ উপলক্ষে অপো নিয়ে এসেছে আকর্ষণীয় ঈদ অফার। স্মার্টফোন ব্র্যান্ডটির নির্দিষ্ট কয়েকটি ডিভাইস কিনে গ্রাহকরা জিতে নিতে পারবেন মোটরবাইক বা উড়োজাহাজ ভ্রমণের টিকিট। অপো কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অপো রেনো৮ টি’, ‘অপো এফ২১ প্রো ফাইভজি’, ‘অপো এ৭৭এস’ অথবা ‘অপো এ৭৭’ এই চারটি মডেলের যেকোনো ডিভাইস কিনলে অনলাইন লাকি ড্রতে অংশ নেয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। লাকি ড্রর বিজয়ীরা পাবেন বিভিন্ন মেগা ঈদ উপহার।


উপহারের মধ্যে রয়েছে মোটরবাইক, ইন্টারনেট বান্ডেল অফার এবং এয়ার টিকিট ভাউচার, যা শুধু দেশের মধ্যে ভ্রমণের জন্য প্রযোজ্য।


ব্র্যান্ডটি আরো জানিয়েছে, হার্ডওয়্যার আপডেটের মাধ্যমে দুর্দান্ত ফটোগ্রাফির জন্য রেনো সিরিজের নতুন সংযোজন ‘অপো রেনো৮ টি’ সম্প্রতি বাজারে এসেছে। অপোর তথ্যানুযায়ী, স্মার্টফোনটিতে সংযুক্ত রয়েছে অত্যাধুনিক ইমেজিং ফিচারসহ ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা সেটআপ। ডিভাইসটি সানসেট অরেঞ্জ ও স্টারি ব্ল্যাক এ দুটি রঙে পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ফাইবারগ্লাস-লেদারের প্রিমিয়াম স্টিচ ডিজাইন, আপগ্রেডেড কালারওএস ১৩ এবং ৯০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে। পাশাপাশি ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিসহ ৩৩ ওয়াটের চার্জিং প্রযুক্তি। অপো জানিয়েছে, ঘোষিত ঈদ অফারটি ২৩ এপ্রিল পর্যন্ত চলবে।

কোন মন্তব্য নেই