চীনা বাজারে মাইক্রনের কার্যক্রম স্বাভাবিক
চীনের বাজারে মাইক্রনের ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মার্কিন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি সম্প্রতি এমন তথ্য জানিয়েছে। তবে চীন সরকারের সাইবার নিরাপত্তা বাহিনীর পর্যবেক্ষণের মধ্যে রয়েছে মাইক্রনের পণ্য। খবর রয়টার্স।
মাইক্রন সাম্প্রতিক এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠানটির পণ্যের পরিবহন, উৎপাদন, সমন্বয়, বিক্রয় ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিক গতিতেই পরিচালিত হচ্ছে চীনে। গত সপ্তাহে চীনের সাইবারস্পেস কর্তৃপক্ষ মাইক্রনের পণ্য পর্যবেক্ষণে নেয়ার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার রাজনৈতিক বৈরী সম্পর্কের জেরে এমন ঘোষণা এসেছিল।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সাইবার নিরাপত্তার কারণ দেখিয়ে চীনা প্রযুক্তিসংক্রান্ত বিভিন্ন প্লাটফর্ম ও চিপে নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এরই পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ঝুঁকির কারণেই এমন উদ্যোগ নিয়েছে চীনা সাইবারস্পেস নিরাপত্তা কর্তৃপক্ষ। এদিকে চীনা কোম্পানিগুলোও মেমরি চিপের বাজারে প্রবেশের সার্বিক প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
বর্তমানে বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রভিত্তিক একমাত্র মেমরি চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাইক্রন। সম্প্রতি নিউইয়র্কে নতুন কারখানা তৈরিতে প্রতিষ্ঠানটি ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে। চীনা কোম্পানিগুলোও মেমরি চিপের বাজারে প্রবেশের চেষ্টা করছে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। গত বছর চীনের কাছে চিপ প্রস্তুতকারক উপাদান রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি। পাশাপাশি ডিসেম্বরে চীনের অন্যতম প্রধান স্টোরেজ চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়াইএমটিসিকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে।

কোন মন্তব্য নেই