বিদ্যালয়ের শ্রেণীকক্ষে চ্যাটজিপিটিচালিত আইনস্টাইন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিদ্যালয়ের শ্রেণীকক্ষে চ্যাটজিপিটিচালিত আইনস্টাইন


ভূ মধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসের একটি বিদ্যালয়ে দেখা মিলেছে চ্যাটজিপিটিচালিত রোবটের। নির্মাতারা এর নাম দিয়েছে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের নামে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, শ্রেণীকক্ষের পাঠদান উন্নত করা ও পড়াশোনায় শিক্ষার্থীদের আকর্ষণ বাড়ানোর লক্ষ্যে ওপেনএআইয়ের চ্যাটজিপিটিচালিত একটি প্রটোটাইপ রোবট তৈরি হয়েছে। রোবটটি তৈরি করেছে সাইপ্রাসের প্যাসক্যাল নামের বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে। এর নাম ‘আইনস্টাইন’। রোবটটি আকৃতিতে কাল্পনিক চরিত্র মিশেলিন ম্যানের মতো। মিশেলিন টায়ার কোম্পানির অফিশিয়াল মাসকটের সঙ্গেও এর তুলনা করা যায়। এর মুখে একটি স্ক্রিন রয়েছে। চোখের পলক ও চোখ টিপুনির মাধ্যমে এটি মানুষের মুখভঙ্গি অনুকরণের চেষ্টা করে। রোবট আইনস্টাইন উত্তর আমেরিকান উচ্চারণে কথা বলতে পারে। কৌতুক বলতেও সক্ষম। কেন গণিত বইটি কষ্টের ছিল, এমন প্রশ্নে রোবটরূপী আইনস্টাইনের উত্তর ‘কেননা গণিতে অনেক সমস্যা ছিল।’ এছাড়া রোবটটি গ্রিক ভাষায় কথা বলার চেষ্টা করে ও আলবার্ট আইনস্টাইনের ‘থিওরি অব রিলেটিভিটি’ কীভাবে পড়ানো যায়, সে সম্পর্কে পরামর্শ দেয়ারও চেষ্টা করে। 


কোন মন্তব্য নেই