সন্ধান মিলেছে রইসির হেলিকপ্টারের
ইরানি প্রেসিডেন্টের ভেঙে পড়া হেলিকপ্টারের পাওয়া গিয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছেও গিয়েছেন উদ্ধারকারীরা। তবে সেখানে ‘জীবিত কাউকে এখনও দেখা যায়নি’, তেমনটাই জানাচ্ছে ইরানের সংবাদমাধ্যম। ফলে ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির বেঁচে থাকার আশা আরও ক্ষীণ হয়েছে। হেলিকপ্টারের যাঁরা ছিলেন, তাঁরা কেউ বেঁচে নেই বলেই আশঙ্কা করা হচ্ছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট রইসি যে কপ্টারে ছিলেন, সেটি পাওয়া গিয়েছে। আশা আরও ক্ষীণ হল। দুর্ঘটনাস্থলের ছবিও দিয়েছে রয়টার্স। তাতে দেখা যাচ্ছে, কুয়াশাঘেরা পাহাড়ের বুকে হেলিকপ্টার, একাধিক গাড়ি ঘোরাফেরা করছে। পায়ে হেঁটে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন উদ্ধারকারীরা।
সন্ধান মিলেছে রইসির হেলিকপ্টারের। এর আগে গতকাল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। এর বেশ লম্বা সময় পর অবশেষে উদ্ধারকারীরা সেই হেলিকপ্টার খুঁজে পেয়েছেন।
তবে ইরানি এই প্রেসিডেন্ট ও তার সঙ্গীরা বেঁচে আছেন কি না সেটি এখনও নিশ্চিত করেনি আল জাজিরা। তবে রইসিকে বহনকারী হেলিকপ্টারটি যেখানে দুর্ঘটনার মুখে পড়েছে, সেখানে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে রেড ক্রিসেন্টও।
ভেঙে পড়া হেলিকপ্টারের অবস্থা শোচনীয়। সেটি দুর্ঘটনার অভিঘাতে তুবড়ে গিয়েছে। হেলিকপ্টারের আগুনও ধরে গিয়েছিল। বর্তমানে পোড়া অবস্থায় রয়েছে একাধিক অংশ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চপারের কেবিন।
কোন মন্তব্য নেই