ঢাকাসহ সারা দেশে পরিচ্ছন্নতা মিশনে মেতেছেন শিক্ষার্থীরা
শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পরে ভেঙে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড। চলমান পরিস্থিতিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় কর্মবিরতিতে রয়েছে পুলিশ প্রশাসন। এ অবস্থায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোয় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন স্কুল-কলেজসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণসহ সারা দেশ পরিষ্কার মিশনে নেমেছেন শিক্ষার্থীরা। গতকাল রাজধানীর মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, পরীবাগ, শাহবাগ, টিএসসি ঘুরে এমন চিত্র দেখা যায়। সরজমিন দেখা যায়, ট্রাফিক পুলিশের ভূমিকায় রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি তাদেরকে সাহায্য করতে মাঠে কাজ করছেন শিক্ষার্থীদের শিক্ষামূলক সংগঠন স্কাউট, বিএনসিসি, স্বেচ্ছাসেবক সংগঠনের কর্মীসহ আনসার বাহিনী। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী, সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটিসহ নানা সংগঠনকে রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে চোখে পড়ে। এছাড়া শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহনের জন্য তাদের লাইন ঠিক করে দিচ্ছেন। রিকশা ধীরে চলে বিধায় তাদেরকে ফুটপাথের ঠিক পাশের রাস্তায় লেন করে দিয়েছে, এরপর একে একে বাইক, কার গাড়ি-মাইক্রোবাস এবং বাসের জন্য আলাদা লেন করে দিয়েছে।
এছাড়া এম্বুলেন্সের জন্য রয়েছে ইমার্জেন্সি লেন। এ নিয়ম বজায় রেখে গাড়ি চললে রাস্তার জ্যাম অনেকটা উপশম হবে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। রাস্তায় বের হওয়া মোটরসাইকেলচালক ও যাত্রীর হেলমেট না থাকলে ৫ মিনিট দাঁড় করিয়ে রেখে শাস্তি দিতেও দেখা যায়। ট্রাফিক ছাড়াও ঢাকাসহ সারা দেশ পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। রাস্তার পাশে পড়ে থাকা কাগজ, পলিথিন কুড়াতে দেখা যায় তাদের। এছাড়া শেখ হাসিনাকে পতনের উদ্দেশ্যে ঢাকা শহরের বিভিন্ন দেয়ালে অঙ্কন করা গ্রাফিতিগুলো মুছে ফেলা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, তারা ঢাকাসহ সারা দেশে গ্রাফিতি অঙ্কন করেছেন, এখন তারাই মুছছেন। জাতির সামনে এই উদাহরণ তৈরি করে যেতে চান তারা।
গ্রাফিতি মোছাসহ নতুন করে দেয়ালে গ্রাফিতি অঙ্কন করতে দেখা যায় শিক্ষার্থীদের। আগারগাঁওয়ের প্রধান সড়কের একটি দেয়ালে লেখা হচ্ছে- ‘স্বাধীনতা এনেছি, রাষ্ট্র সংস্কারও আনবো’, ‘ফ্রি বাংলাদেশ’- সহ নানা ধরনের গ্রাফিতি। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে গুজবে কান না দিয়ে তাদের উপরে বিশ্বাস স্থাপন করতে আহ্বান জানানো হয়।
কোন মন্তব্য নেই