ভারত-পাক যুদ্ধবিরতির পর নৌপ্রধানকে মোদির বার্তা— ‘আপনার সময় আসবে’
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা আসার কিছুক্ষণ পরই নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ ত্রিপাঠিকে চমকপ্রদ বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আমরা আপনার মুখ থেকে নেভাল আক্রমণের সুযোগ কেড়ে নিয়েছি, তবে আপনার সময় আবার আসবে।’
ঘটনাটি ঘটে ১০ মে সকালে। এর আগে ভারতীয় নৌবাহিনী করাচি বন্দর লক্ষ্য করে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নেয়। তবে শেষ মুহূর্তে হামলার নির্দেশ স্থগিত হয়। খবর হিন্দুস্তান টাইমস’র।
বলা হয়, এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ও নৌপ্রধান অ্যাডমিরাল ত্রিপাঠি—তিনজনই পেশাদার এবং নির্ভীক। অমর প্রীত সিং সাহসী টেস্ট পাইলট, রাজনৈতিক সমালোচনা নিয়ে ভাবেন না। জেনারেল দ্বিবেদী শান্ত স্বভাবের হলেও প্রয়োজনে কঠোর হতে পারেন। অ্যাডমিরাল ত্রিপাঠি নৌবাহিনীর শক্তিতে দৃঢ় বিশ্বাসী এবং করাচি ধ্বংসে প্রস্তুত ছিলেন।
তারা সবাই সরাসরি রিপোর্ট করেন জাতীয় নিরাপত্তা দলের কাছে। এই দলে আছেন প্রধানমন্ত্রী মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান।
৭ থেকে ১০ মে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী পাকিস্তানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। এয়ার চিফের ভাষ্য অনুযায়ী, নিশ্চিতভাবে পাকিস্তানের কয়েকটি যুদ্ধবিমান, রাডার ও এডব্লিউঅ্যান্ডসি ধ্বংস হয়।
সংঘর্ষের সময় পাকিস্তান নৌবাহিনীর প্রায় সব জাহাজ ও সাবমেরিন গওয়াদারের দিকে সরে যায়। ভারতীয় নৌবাহিনীর আর্মাডাকে প্রতিহত করার মতো শক্তি তারা সমুদ্রে রাখেনি। ত্রিপাঠি করাচি বন্দরে আক্রমণের প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু যুদ্ধবিরতি তা ঠেকিয়ে দেয়।
কোন মন্তব্য নেই