বেনাপোল বন্দর দিয়ে চার মাস পর চাল আমদানি শুরু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বেনাপোল বন্দর দিয়ে চার মাস পর চাল আমদানি শুরু



বেনাপোল বন্দর দিয়ে চার মাস পর চাল আমদানি শুরু

স্টাফ রিপোর্টার || টাইমস এক্সপ্রেস
📅 প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ১১:২০ এএম

চার মাস বন্ধ থাকার পর অবশেষে আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত থেকে নতুন করে চাল আসতে শুরু করে।

দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানির অনুমতি দেওয়ায় ভারত থেকে আবারও চাল প্রবেশ করছে। আমদানিকারকদের দাবি, এর ফলে বাজারে চালের দাম কিছুটা কমে আসবে। তবে শুল্ক না কমানোয় বিপুল পরিমাণ চাল আমদানি সম্ভব হবে না।


প্রথম দিনে ৩১৫ মেট্রিক টন চাল প্রবেশ

বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত ভারতীয় ৯টি ট্রাকে মোট ৩১৫ মেট্রিক টন মোটা চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।
বেনাপোলের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজি মুসা করিম অ্যান্ড সন্স-এর স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, “গত মঙ্গলবার থেকেই ভারতীয় ৯ ট্রাক চাল পেট্রাপোল বন্দরে অপেক্ষায় ছিল। অবশেষে বৃহস্পতিবার সেই চাল বেনাপোলে প্রবেশ করেছে। আরও কয়েকটি ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে।”


সিঅ্যান্ডএফ এজেন্ট ও কাস্টমস কর্তৃপক্ষের বক্তব্য

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন,

“চার মাস বন্ধ থাকার পর আবারও বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। প্রথম দিনেই ৯ ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল এসেছে। আরও ট্রাক ঢোকার অপেক্ষায় আছে।”

অন্যদিকে বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধকেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, “চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ চাল আমদানি হয়েছিল। বৃহস্পতিবার থেকে আবারও আমদানি শুরু হলো। চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে এবং দ্রুত ছাড়পত্র দেওয়া হবে।”


বাজারে প্রভাব

আমদানিকারকরা বলছেন, ভারত থেকে চাল আসা শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে এবং এর প্রভাব পড়বে খুচরা দামের ওপর। তবে শুল্কহার কমানো না হলে আমদানির গতি খুব বেশি বাড়বে না।


📌 কীওয়ার্ড: বেনাপোল বন্দর, চাল আমদানি, ভারতীয় চাল, বাংলাদেশের বাজার, দাম নিয়ন্ত্রণ


কোন মন্তব্য নেই