এখনও নিয়ন্ত্রণে আসেনি ইউরোপের দাবানল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এখনও নিয়ন্ত্রণে আসেনি ইউরোপের দাবানল

 

এখনও নিয়ন্ত্রণে আসেনি ইউরোপের দাবানল। আগুনে পুড়ছে তুরস্ক, পর্তুগাল, স্পেন ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশের বিস্তীর্ণ অঞ্চল।


ভয়াবহ আগুনে জ্বলছে তুরস্কের উত্তর-পশ্চিমের চানাক্কালে প্রদেশের হাজার হাজার বাড়িঘর ও গাড়ি। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে শতাধিক বাসিন্দাকে। অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৫০ জন।


আগুন নেভাতে কাজ করছে সার্ভিস কর্মী অন্তত ৭শ কর্মী। বিমান ও হেলিকপ্টার থেকে বিস্তীর্ণ এলাকায় ছিটানো হচ্ছে পানি।


একই চিত্র ফ্রান্সের দক্ষিণাঞ্চলের বিস্তৃত এলাকাজুড়েও। আগুনে পুড়ছে প্রায় ৪০ হাজার একর বনভূমি।


অতিরিক্ত তাপমাত্রার প্রভাবে পুড়ছে পর্তুগালের রাজধানী লিসবনের আশপাশের এলাকা। অন্যদিকে স্পেনে নিরাপদে সরে যেতে বলা হয়েছে দাবানল কবলিত অঞ্চলের প্রায় আটশ’ বাসিন্দাকে।

কোন মন্তব্য নেই