ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে রবির বাণিজ্যিক ৫জি সেবা চালু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে রবির বাণিজ্যিক ৫জি সেবা চালু



ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে রবির বাণিজ্যিক ৫জি সেবা চালু

টাইমস এক্সপ্রেস ২৪ | সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশে প্রথমবারের মতো কোনো মোবাইল অপারেটর বাণিজ্যিকভাবে ৫জি সেবা চালু করল। দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি আজ সোমবার থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় ৫জি সেবা চালু করেছে।

ঢাকার কোন কোন এলাকায় ৫জি পাওয়া যাবে

রবির কর্মকর্তাদের মতে, প্রাথমিকভাবে ঢাকার শাহবাগ, ফকিরাপুল ও রবির কর্পোরেট অফিস প্রাঙ্গণে ৫জি সেবা চালু হয়েছে। যেসব গ্রাহকের ৫জি-সাপোর্টেড স্মার্টফোন রয়েছে, তারা আজ বিকেল থেকেই এসব স্থানে ৫জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশে ৫জি যাত্রা

  • ২০১৮ সালের ২৫ জুলাই ঢাকার সোনারগাঁও হোটেলে রবি ও হুয়াওয়ের সহযোগিতায় দেশে প্রথম ৫জি প্রদর্শনী হয়।

  • একই বছরের ১২ ডিসেম্বর রাষ্ট্রায়ত্ত টেলিটক পরীক্ষামূলকভাবে ছয়টি স্থানে ৫জি চালু করে।

  • ২০২২ সালে গ্রামীণফোন ঢাকা ও চট্টগ্রামে এবং পরবর্তীতে আটটি বিভাগীয় শহরে পরীক্ষামূলকভাবে ৫জি সেবা চালু করে।

কিন্তু অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এতদিন বাংলাদেশে বাণিজ্যিকভাবে ৫জি চালু করা সম্ভব হয়নি।

বৈশ্বিক প্রেক্ষাপট

ভারতে ২০২২ সালের ১ অক্টোবর বাণিজ্যিকভাবে ৫জি চালু হয়।
এরিকসন মোবিলিটি রিপোর্ট ২০২৫-এর প্রথম প্রান্তিক অনুযায়ী, বিশ্বজুড়ে ৫জি গ্রাহক সংখ্যা ইতোমধ্যে ২৪০ কোটির বেশি এবং বছরের শেষ নাগাদ তা প্রায় ২৯০ কোটিতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই