ওয়ালটনের ‘তাকিওন’ ই-বাইক সিরিজে যুক্ত হলো দুটি নতুন মডেল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ওয়ালটনের ‘তাকিওন’ ই-বাইক সিরিজে যুক্ত হলো দুটি নতুন মডেল

 


ওয়ালটনের ‘তাকিওন’ ই-বাইক সিরিজে যুক্ত হলো দুটি নতুন মডেল

টাইমস এক্সপ্রেস ২৪ | অর্থনীতি ডেস্ক
প্রকাশ: বুধবার,১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৫

বাংলাদেশের ই-বাইক বাজারে নতুন মাত্রা যোগ করেছে স্থানীয় ব্র্যান্ড ওয়ালটন। দেশের প্রথম বিআরটিএ অনুমোদিত ই-বাইক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন এবার তাদের জনপ্রিয় ‘তাকিওন’ সিরিজে যুক্ত করেছে দুটি নতুন মডেল— ‘ফিউশন ২৫এফজেড’ এবং ‘লিও ২৫টিওয়ান’

আধুনিক ডিজাইন, শক্তিশালী মোটর, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং কম খরচে চলার সুবিধার কারণে নতুন এ মডেলগুলোকে নগর ও গ্রামীণ জীবনের জন্য স্মার্ট ও পরিবেশবান্ধব পরিবহন হিসেবে দেখা হচ্ছে।

🔹 ফিউশন ২৫এফজেড

  • এক চার্জে চলবে ১০০–১১০ কিলোমিটার

  • সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিমি

  • ব্যাটারি: ৩৮ অ্যাম্পিয়ার আওয়ার, ৭২ ভোল্ট গ্রাফিন লেড-অ্যাসিড

  • মোটর: ১.২ কিলোওয়াট ডিসি ব্রাশলেস

  • ডুয়াল ডিস্ক ব্রেক ও উন্নত টায়ারসহ ১৪০ কেজি ওজন সহনীয়

  • মূল্য: ১,৮৭,৫০০ টাকা

🔹 লিও ২৫টিওয়ান

  • এক চার্জে চলবে ৭০–৮০ কিলোমিটার

  • সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৫ কিমি

  • ব্যাটারি: ২৩ অ্যাম্পিয়ার আওয়ার, ৬০ ভোল্ট গ্রাফিন লেড-অ্যাসিড

  • মোটর: ৮০০ ওয়াট ডিসি ব্রাশলেস

  • ডিস্ক-ড্রাম ব্রেক ও উন্নত সাসপেনশন

  • মূল্য: ৮৬,৮৫০ টাকা

প্রতি কিলোমিটার চলতে খরচ হবে মাত্র ১০–১৫ পয়সা, যা গ্রাহকদের জন্য সাশ্রয়ী সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। পরিবেশবান্ধব এই মডেলগুলো ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বাজারে ব্যাপক সাড়া ফেলেছে।


✍️ টাইমস এক্সপ্রেস ২৪ এর জন্য প্রস্তুতকৃত প্রতিবেদন


কোন মন্তব্য নেই