বাগেরহাটে আরও ৩৬ ঘণ্টা হরতালের ঘোষণা
📰 বাগেরহাট প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
📅 ১১ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৪:৫৯
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে। বৃহস্পতিবার সকাল থেকেই সড়কে টায়ার ও গাছের গুঁড়ি জ্বালিয়ে, বেঞ্চ ও গাড়ি ফেলে সড়ক অবরোধ করেছেন হরতালকারীরা। এতে জেলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে।
📢 নতুন কর্মসূচি
👉 আগামী সোমবার, মঙ্গলবার ও বুধবার (১৫-১৭ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ঘোষণা দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
👉 রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার সব সরকারি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
🚧 অবরোধে ভোগান্তি
-
বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দড়াটানা সেতু, ফতেপুর বাজার, সিএন্ডবি বাজার, সাইনবোর্ড ও কাটাখালিসহ বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে।
-
ট্রাক চালকদের অভিযোগ, চলাচলের অনুমতি পেতে প্রতি ট্রাক থেকে ২০০–৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে হরতালকারীরা।
-
বাজার বন্ধ থাকায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। নিত্যপ্রয়োজনীয় ও পচনশীল পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষও ভোগান্তিতে রয়েছেন।
ট্রাকচালক সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “মালামাল নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছি। তার ওপর আবার টাকা দিতে হচ্ছে। না দিলে গাড়ি ছাড়তে দিচ্ছে না।”
ব্যবসায়ী জুম্মান শেখ জানান, “দোকান বন্ধ রাখতে হচ্ছে, আবার মালামাল পরিবহন করা যাচ্ছে না। এতে প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে।”
🗣 বিএনপি নেতার বক্তব্য
বাগেরহাট জেলা বিএনপি সভাপতি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এম. এ সালাম বলেন,
“এ আন্দোলন কোনো দলের নয়, এটি জনস্বার্থের আন্দোলন। আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জনগণের অধিকার আদায়ের জন্য আমরা শেষ পর্যন্ত রাজপথে থাকব।”
কোন মন্তব্য নেই