প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানে স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিব ও হাসিনার ছবি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানে স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিব ও হাসিনার ছবি


রংপুরে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় হঠাৎই এলইডি স্ক্রিনে ভেসে উঠল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ঘটনায় বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয় অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে।


ঘটনাস্থল ও প্রেক্ষাপট


রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন—


অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার,


মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের,


রংপুর বিভাগের মৎস্য ও প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা।


ভিডিওতে দেখা যায়, প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন। এসময় বড় পর্দায় হঠাৎই শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি ভেসে ওঠে।


উপদেষ্টার প্রতিক্রিয়া


ঘটনার পর উপদেষ্টা ফরিদা আখতার বলেন—


“এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ আছে। যখন যেখানে প্রতিফলন ঘটে আমরা তা মোকাবিলা করি।”


আয়োজকের অস্বস্তি


সাংবাদিকরা বিষয়টি নিয়ে প্রশ্ন করলে প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করেন।

কোন মন্তব্য নেই