গাজা সিটি খালি করার নির্দেশ, কোথায় যাবে ১২ লাখ ফিলিস্তিনি?
অবরুদ্ধ গাজা সিটির অন্তত ১২ লাখ ফিলিস্তিনিকে তাৎক্ষণিকভাবে শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক ঘোষণায় সেনারা জানায়, নিরীহ মানুষদের দক্ষিণের আল-মাওয়াসি ও কেন্দ্রীয় রিফিউজি ক্যাম্পে সরে যেতে হবে। কারণ শহরে বিমান হামলা এবং স্থল অভিযান ক্রমশ বাড়ছে।
ইসরাইলের দাবি
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচাই অদরায়ি এক বিবৃতিতে জানান—
ইতোমধ্যে আড়াই লাখেরও বেশি মানুষ গাজা সিটি ছেড়ে গেছে।
যারা দ্রুত স্থানান্তরিত হবে, তাদের “মানবিক সহায়তা” দেওয়া হবে।
অভিযানটির লক্ষ্য হলো হামাসকে পরাস্ত করা।
ফিলিস্তিনিদের অভিযোগ
তবে ফিলিস্তিনি কর্মকর্তারা দাবি করেছেন, এটি মূলত গাজা সিটিকে খালি করার পরিকল্পনা। সরকারি মিডিয়া অফিস জানায়, এখনো ১২ লাখেরও বেশি মানুষ শহরে অবস্থান করছে।
তাদের অভিযোগ—
ইসরাইল দক্ষিণের আল-মাওয়াসি ও রাফাহ অঞ্চলে ১.৭ মিলিয়ন মানুষকে জোরপূর্বক স্থানান্তর করতে চাইছে।
সেখানে হাসপাতাল, অবকাঠামো ও মৌলিক সেবার মারাত্মক ঘাটতি রয়েছে।
সামরিক অভিযান ‘গিডিয়নের চ্যারিয়টস ২’
চলমান এই বিমান হামলা ও স্থল অভিযান ‘গিডিয়নের চ্যারিয়টস ২’ নামের সামরিক অভিযানের অংশ, যা গত ৩ সেপ্টেম্বর শুরু হয়। এর লক্ষ্য গাজা সিটিকে পুরোপুরি দখল করা। তবে ইসরাইলের ভেতরেও এ পরিকল্পনার সমালোচনা হচ্ছে, কারণ এতে সেনাদের জীবন ও বন্দিদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
ভয়াবহ মানবিক সংকট
গাজা শহর বর্তমানে তীব্র বোমা হামলার মুখে।
২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ৬৪,৮০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
নগরের অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
ক্ষুধা ও দুর্ভিক্ষে অন্তত ৪১৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৪৩ জন শিশু।
কোন মন্তব্য নেই