‘যে ক্যাম্পাসের ওয়াশরুমে নামাজ পড়েছি সেই ক্যাম্পাসে আজ আল্লাহু আকবার ধ্বনি’
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির ২৮টির মধ্যে ২৩টি পদে বিজয়ী হয়েছিল।
জয়ের পর আল্লাহু আকবার ধ্বনি
ফলাফল ঘোষণার পরপরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শুকরানা নামাজ আদায় করেন শিবিরের নেতাকর্মীরা।
এ সময় তারা ডাকসু নির্বাচনে এক সাংবাদিকের মৃত্যু এবং জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে এক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
শিবিরের প্রতিক্রিয়া
সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ছাত্রশিবির জানায়—
“যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া একসময় হত্যাযোগ্য ছিল, সেই ক্যাম্পাসেই আজকের এই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা কোথাও কোনো আনন্দ মিছিল করবো না, শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো।”
সাবেক শিক্ষার্থীর আবেগঘন প্রতিক্রিয়া
ফেসবুকে আবেগঘন এক পোস্টে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ফরিদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির লিখেছেন—
“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আল্লাহু আকবার ধ্বনি! আলহামদুলিল্লাহ, মনটা ভরে গেল। দু-চোখ বেয়ে অশ্রু, আল্লাহু আকবর। এই ক্যাম্পাসে কত ওয়াশরুমে দাঁড়িয়ে নামাজ পড়েছি। সেই ক্যাম্পাসে তোমরা আল্লাহু আকবার ধ্বনি দিতে পেরেছো। জাজাকাল্লাহ খইরান।”
কোন মন্তব্য নেই