চীনের ওপর শুল্ক, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা—যুদ্ধ বন্ধে ট্রাম্পের ফর্মুলা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চীনের ওপর শুল্ক, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা—যুদ্ধ বন্ধে ট্রাম্পের ফর্মুলা


আন্তর্জাতিক ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ |


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত আছেন। তবে তার শর্ত, ন্যাটোভুক্ত দেশগুলোকে অবশ্যই রাশিয়া থেকে তেল কেনা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। খবর বিবিসি।


ট্রাম্পের প্রস্তাব


নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন—


“ন্যাটো দেশগুলো যখন ঐক্যবদ্ধ হয়ে একই পদক্ষেপ নেবে, তখন আমি মস্কোর ওপর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত।”


তিনি ন্যাটোর সব দেশ ও বিশ্বের উদ্দেশে এক ‘খোলা চিঠি’ আকারে এই বার্তা দেন। তার মতে, রাশিয়ার অর্থনৈতিক প্রভাব দুর্বল করতে ন্যাটোকে একটি জোট হিসেবে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে হবে।


ট্রাম্প ন্যাটো সদস্যদের উদ্দেশে বলেন, “তোমরা যখন প্রস্তুত, আমিও প্রস্তুত। কেবল বলো, কবে?”


ন্যাটোর ভূমিকা নিয়ে সমালোচনা


ট্রাম্প মনে করেন, যুদ্ধ জেতার জন্য ন্যাটোর প্রতিশ্রুতি এখনো ‘শতভাগেরও কম’। তিনি অভিযোগ করেন, কিছু দেশ এখনও রাশিয়ার তেল কিনছে, যা আলোচনার টেবিলে তাদের অবস্থানকে দুর্বল করছে।


ইউরোপের জ্বালানি নির্ভরতা


রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন আক্রমণের পর ইউরোপের রাশিয়ান জ্বালানির ওপর নির্ভরতা নাটকীয়ভাবে কমেছে।


২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৪৫% গ্যাস রাশিয়া থেকে আসত


চলতি বছরে তা নেমে আসবে মাত্র ১৩% এ


তবে ট্রাম্প মনে করেন, এ হারও যথেষ্ট নয়।


জেলেনস্কির আহ্বান


এর আগে গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার তেল-গ্যাস কেনা বন্ধ করার আহ্বান জানান। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন—


“রাশিয়া থেকে কোনো ধরনের জ্বালানি কেনা যাবে না। শুধু জ্বালানি নয়, রাশিয়ার সঙ্গে কোনো ধরনের চুক্তিই করা যাবে না। আমরা যদি তাদের থামাতে চাই, তবে সব সম্পর্ক ছিন্ন করতেই হবে।

কোন মন্তব্য নেই