রবিবার থেকে আবারো সড়ক অবরোধের হুঁশিয়ারি ভাঙ্গাবাসীর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রবিবার থেকে আবারো সড়ক অবরোধের হুঁশিয়ারি ভাঙ্গাবাসীর


 

রবিবার থেকে আবারো সড়ক অবরোধের হুঁশিয়ারি ভাঙ্গাবাসীর

ফরিদপুর প্রতিনিধি | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, সকাল ০৮:৩০

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ডাকা ১২ ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি পূরণ না হলে আগামী রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে পুনরায় ২৪ ঘণ্টার জন্য সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবারের আন্দোলন

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নের বাসিন্দারা ঢাকা–খুলনা ও ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এতে শত শত যানবাহন আটকা পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা ঢাকা–খুলনা রেললাইনেও গাছের গুঁড়ি ফেলেন। এতে ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি অন্য রুটে চালাতে বাধ্য হয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনকারীরা সাময়িকভাবে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। এর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দাবির পক্ষে স্থানীয়রা

ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিঞা বলেন,
“সাপ্তাহিক ছুটি ও নামাজের কারণে শুক্রবার ও শনিবার অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। কিন্তু আমাদের দাবি পূরণ না হলে রবিবার থেকে আবারও অবরোধে নামব।”

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান বলেন, “বৃহস্পতিবারের অবরোধ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

পটভূমি

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন একটি গেজেট প্রকাশ করে ফরিদপুর–৪ আসন থেকে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে বাদ দিয়ে ফরিদপুর–২ আসনে অন্তর্ভুক্ত করে। ওই সিদ্ধান্তের পর থেকেই এলাকাবাসী একাধিকবার মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছেন।


কোন মন্তব্য নেই