🌎 শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

🌎 শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

 


🌎 শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

টাইমস এক্সপ্রেস ২৪ | আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, বিকেল ৩:৩২

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো পেয়েছেন ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার
শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) নোবেল ইনস্টিটিউট থেকে এই ঘোষণা দেওয়া হয়।

নোবেল কমিটি জানিয়েছে,

“ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রচারে তার অক্লান্ত পরিশ্রম এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের সংগ্রামের জন্য”
মারিয়া কোরিনা মাচাদোকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে।

গণতন্ত্রের সংগ্রামে প্রতীক

দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য নিরলস লড়াই করে আসছেন মাচাদো।
ল্যাটিন আমেরিকার রাজনীতিতে তিনি এখন সাহস, ঐক্য ও শান্তিপূর্ণ পরিবর্তনের প্রতীক হিসেবে পরিচিত।

নোবেল কমিটির চেয়ারম্যান ইয়রগেন ওয়াটনে ফ্রিডনেস বলেন,

“মাচাদো গুরুত্বপূর্ণ ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেছেন। তিনি ২০ বছরেরও বেশি আগে মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে দাঁড়িয়েছিলেন—অর্থাৎ বন্দুকের বদলে ব্যালট বেছে নিয়েছিলেন। এটি গণতন্ত্রের মূল চেতনা।”

তিনি আরও বলেন,

“মাচাদো আলফ্রেড নোবেলের নির্ধারিত সব মানদণ্ড পূরণ করেছেন। তিনি দেশের বিরোধী দলকে ঐক্যবদ্ধ করেছেন এবং শান্তিপূর্ণ উত্তরণের জন্য অবিচলভাবে কাজ করে যাচ্ছেন।”

বিপজ্জনক লড়াইয়ের ময়দান

নোবেল কমিটি জানায়, বর্তমান ভেনেজুয়েলায় গণতন্ত্রের পক্ষে কাজ করা অত্যন্ত বিপজ্জনক ও চ্যালেঞ্জিং
তবুও মাচাদো নির্ভীকভাবে জনগণের অধিকার ও স্বাধীনতার পক্ষে কথা বলে যাচ্ছেন।


সূত্র: বিবিসি
সংবাদ সম্পাদনা: টাইমস এক্সপ্রেস ২৪

কোন মন্তব্য নেই