ইনজুরিতে অ্যাশেজের প্রথম টেস্টে নেই কামিন্স, নেতৃত্বে স্মিথ
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ইনজুরিতে অ্যাশেজের প্রথম টেস্টে নেই কামিন্স, নেতৃত্বে স্মিথ
ক্রীড়া ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
অস্ট্রেলিয়ার জন্য অ্যাশেজের শুরুতেই বড় ধাক্কা। ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে পারছেন না অধিনায়ক ও প্রধান পেসার প্যাট কামিন্স। পার্থে ইংল্যান্ডের বিপক্ষে ২১ নভেম্বর শুরু হতে যাওয়া ম্যাচে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।
অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড সোমবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা কামিন্সের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছিলাম। নিচের পিঠের চোট থেকে সে এখনও পুরোপুরি সেরে ওঠেনি। তাই প্রথম টেস্টে তাকে বিশ্রাম দেওয়া ছাড়া বিকল্প ছিল না।”
কোচ আরও জানান, কামিন্স এই সপ্তাহেই বোলিং শুরু করবেন, যা তার পুনর্বাসনে বড় অগ্রগতি। তবে দ্বিতীয় টেস্টে তার ফেরার সম্ভাবনা থাকলেও এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
৩২ বছর বয়সী এই পেসার সর্বশেষ মাঠে নেমেছিলেন জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে, সেখানেই পান পিঠের চোট। তার অনুপস্থিতিতে দলে যোগ দিচ্ছেন স্কট বোল্যান্ড, যিনি মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের সঙ্গে পেস আক্রমণে থাকবেন।
কোচ ম্যাকডোনাল্ড বলেন, “অবশ্যই অধিনায়ককে হারানো ভালো খবর নয়। কিন্তু বোল্যান্ডের মতো বিকল্প থাকলে সেটা দলকে আত্মবিশ্বাস দেয়।”
অন্যদিকে, ইংল্যান্ড অ্যাশেজে আসছে ভয়ঙ্কর পেস আক্রমণ নিয়ে—জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জশ টং, ব্রাইডন কার্স ও মার্ক উডকে নিয়ে গড়া তাদের বোলিং ইউনিট অনেক শক্তিশালী বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
সাবেক ইংলিশ তারকা স্টুয়ার্ট ব্রড বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “গত ১৫ বছরে এটাই সবচেয়ে দুর্বল অস্ট্রেলিয়ান দল এবং সবচেয়ে শক্তিশালী ইংল্যান্ড দল।”
তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা—অস্ট্রেলিয়ার মাটিতে ২০০২ সালের পর মাত্র একবারই (২০১০-১১) অ্যাশেজ জিতেছে ইংল্যান্ড।
২০২৩ সালের সিরিজ ২-২ ড্র হলেও ট্রফি ধরে রাখে অস্ট্রেলিয়া। আর ২০২১-২২ মৌসুমে নিজেদের মাঠে ৪-০ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছিল তারা, যেখানে কামিন্স একাই নিয়েছিলেন ২১ উইকেট।
কিন্তু এবার ইনজুরি ঝুঁকিতে থাকা কামিন্স ছাড়া শুরু হচ্ছে অ্যাশেজ, যা নিঃসন্দেহে অজিদের জন্য বড় পরীক্ষা। নেতৃত্বে স্টিভ স্মিথ, আর বল হাতে দায়িত্ব নেবেন বোল্যান্ড, স্টার্ক ও হ্যাজলউড।

কোন মন্তব্য নেই