অজি নারী ক্রিকেটারদের শ্লীলতাহানি ঘটনায় ভারতীয় মন্ত্রীর মন্তব্যে তোলপাড়
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
অজি নারী ক্রিকেটারদের শ্লীলতাহানি ঘটনায় ভারতীয় মন্ত্রীর মন্তব্যে তোলপাড়
অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
ভারতে নারী ক্রিকেট বিশ্বকাপ খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হয়েছেন। ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের জনবহুল শহর ইন্দোরে। অভিযোগ রয়েছে, এক মোটরসাইকেল আরোহী তাঁদের অশালীনভাবে স্পর্শ করে পালিয়ে যায়। পরবর্তীতে অভিযুক্ত আকিল আলিয়াস নৈত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে এই ঘটনার পর মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাশ বিজয়ভার্গিয়ার মন্তব্যে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, “এটি ক্রিকেটারদের জন্য একটি শিক্ষা, ভবিষ্যতে তারা আরও সতর্ক থাকবে।” তাঁর এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস এই মন্তব্যকে ‘দুর্ভাগ্যজনক ও জঘন্য’ বলে নিন্দা জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংবেদনশীল এ ঘটনায় মন্ত্রীর এমন প্রতিক্রিয়া দায়িত্বজ্ঞানহীন এবং ভিকটিম-ব্লেমিংয়ের উদাহরণ।
সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, “যখনই কোনো খেলোয়াড় বাইরে যায়, স্থানীয় প্রশাসন বা নিরাপত্তা কর্মকর্তাকে জানানো উচিত। এটি তাদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হবে— ভবিষ্যতে তারা আরও সতর্ক থাকবে।”
তিনি আরও উদাহরণ দেন এক ইংলিশ ফুটবলারের, যিনি এক নারী ভক্তের অপ্রত্যাশিত আচরণের শিকার হয়েছিলেন। “ক্রিকেটারদের ক্ষেত্রেও একই বাস্তবতা,” মন্তব্য করেন কৈলাশ।
তবে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বলেন, “নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, সতর্ক থাকা খেলোয়াড়দের নয়।”
প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় ইন্দোরের খাজরানা রোড এলাকায় ক্যাফেতে যাচ্ছিলেন দুই অজি নারী ক্রিকেটার। ওই সময় তাঁদের অনুসরণ করতে থাকে এক মোটরসাইকেল। কিছুক্ষণের মধ্যে আরোহী তাঁদের অশালীনভাবে স্পর্শ করে পালিয়ে যায়।
অভিযোগের ভিত্তিতে এমআইজি থানায় ভারতীয় দণ্ডবিধির ৭৪ ও ৭৮ ধারায় মামলা করা হয়। পরে পুলিশ আকিলকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে।
চলমান নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল বর্তমানে ইন্দোরে অবস্থান করছে। শনিবার রাতে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটে জিতে লিগপর্ব শেষ করেছে। ৭ ম্যাচে ৬ জয় নিয়ে সেমিফাইনালে ৩০ অক্টোবর ভারতের মুখোমুখি হবে তারা নাভি মুম্বাইয়ে।

কোন মন্তব্য নেই