আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পথে জাপানের মনুষ্যবিহীন কার্গো মহাকাশযান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পথে জাপানের মনুষ্যবিহীন কার্গো মহাকাশযান

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত



আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পথে জাপানের মনুষ্যবিহীন কার্গো মহাকাশযান

অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) সরবরাহ পাঠাতে নতুন প্রজন্মের মনুষ্যবিহীন কার্গো মহাকাশযান উৎক্ষেপণ করেছে জাপান।

রবিবার (২৬ অক্টোবর) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে শক্তিশালী এইচ-৩ রকেটের মাধ্যমে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (JAXA) জানায়, এইচটিভি-এক্স (HTV-X) নামের এই মহাকাশযানটি সর্বোচ্চ ছয় টন পণ্য বহন করতে সক্ষম — যা তার পূর্বসূরি কাউনোটোরির চেয়ে প্রায় দেড় গুণ বেশি।

মহাকাশযানটি আগামী বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এটি ছয় মাস ধরে স্টেশনে যুক্ত থাকবে এবং অতিরিক্ত তিন মাস কক্ষপথে থেকে নতুন প্রযুক্তি পরীক্ষায় অংশ নেবে।

প্রথমে গত মঙ্গলবার উৎক্ষেপণের কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে অভিযানটি বিলম্বিত হয়।

HTV-X মহাকাশযানটিতে নতুন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও পরীক্ষামূলক নমুনা বহনের প্রযুক্তি যুক্ত করা হয়েছে। আপগ্রেড করা H-3 রকেটে এখন দুটি প্রধান ইঞ্জিন ও চারটি বুস্টার রয়েছে, যা ভবিষ্যতের একাধিক উপগ্রহ মিশনে ব্যবহৃত হবে।

এদিকে, একই দিনে চীনও একটি নতুন ভৌগোলিক তথ্য সংগ্রহকারী উপগ্রহ “গাওফেন-১৪ ০২” মহাকাশে পাঠিয়েছে। স্থানীয় সময় সকাল ১১টা ৫৫ মিনিটে সিচুয়ান প্রদেশের জিচাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-৩বি রকেটে করে এটি সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়।

উপগ্রহটি বিশ্বব্যাপী উচ্চ-নির্ভুলতার স্টেরিও ছবি ধারণ করতে সক্ষম, যা অর্থনৈতিক পরিকল্পনা ও প্রতিরক্ষা খাতে ব্যবহার করা হবে। এটি লং মার্চ সিরিজের ৬০৩তম সফল উৎক্ষেপণ

কোন মন্তব্য নেই