ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেল অবরোধ, ট্রেনে পাথর নিক্ষেপে উত্তেজনা
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেল অবরোধ, ট্রেনে পাথর নিক্ষেপে উত্তেজনা
কিশোরগঞ্জ প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে উত্তাল হয়ে উঠেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশনে বিক্ষুব্ধ এলাকাবাসী রেলপথ অবরোধ করে রাখে।
এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে আটকে দেয় বিক্ষোভকারীরা। ট্রেনের ইঞ্জিনে উঠে তারা স্লোগান দিতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে এক পুলিশ সদস্য তাদের সরে যেতে বললে পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে এবং আন্দোলনকারীরা ট্রেনে পাথর নিক্ষেপ শুরু করে। এতে ট্রেনের জানালা ও বগির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
পরে আন্দোলনের নেতারা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
রেল অবরোধের কারণে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে, এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, বহুদিন ধরেই ভৈরবকে জেলা ঘোষণার দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু সরকার এখনও সিদ্ধান্ত না নেওয়ায় বাধ্য হয়ে এ কর্মসূচি পালন করা হয়েছে।
তারা আরও জানিয়েছেন, আগামীকাল (মঙ্গলবার) ভৈরবে নৌপথ অবরোধের কর্মসূচি পালন করা হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

কোন মন্তব্য নেই