অর্থনীতিতে নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ, উদ্ভাবনের শক্তিতে টেকসই প্রবৃদ্ধির স্বীকৃতি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অর্থনীতিতে নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ, উদ্ভাবনের শক্তিতে টেকসই প্রবৃদ্ধির স্বীকৃতি

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

অর্থনীতিতে নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ, উদ্ভাবনের শক্তিতে টেকসই প্রবৃদ্ধির স্বীকৃতি


নিউজ প্রতিবেদন :

নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪
২০২৫ সালের নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিশিষ্ট অর্থনীতিবিদ — জোয়েল মকিয়র, ফিলিপ আজিওনপিটার হাওয়িট
তারা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উদ্ভাবনের ভূমিকা ও প্রভাব বিশ্লেষণ করে টেকসই উন্নয়নের এক নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন।

সোমবার (১৩ অক্টোবর) সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এই ঘোষণা দেয়।

পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘দ্য স্ভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমরি অব আলফ্রেড নোবেল’
চলতি বছরের এই নোবেল পুরস্কারের আর্থিক মূল্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার)।


 উদ্ভাবনের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যা

নোবেল কমিটি জানিয়েছে,

“এই তিন অর্থনীতিবিদ আমাদের দেখিয়েছেন যে স্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি কোনো স্বাভাবিক বিষয় নয়। ইতিহাসের অধিকাংশ সময়েই অর্থনৈতিক স্থবিরতা ছিল সাধারণ নিয়ম।
টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে উদ্ভাবনকে সুরক্ষা ও উৎসাহিত করা অপরিহার্য।”


 বিজয়ীদের অবদান ও গবেষণা

  • জোয়েল মকিয়র, যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক।
    তিনি ঐতিহাসিক বিশ্লেষণের মাধ্যমে দেখিয়েছেন প্রযুক্তিগত উদ্ভাবন কীভাবে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি ত্বরান্বিত করে।

  • ফিলিপ আজিওন বর্তমানে কোলেজ দ্য ফ্রঁস, ইনসিয়াডলন্ডন স্কুল অব ইকোনমিকস-এ অধ্যাপনা করছেন।

  • পিটার হাওয়িট, যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক।
    আজিওনের সঙ্গে মিলে তিনি তৈরি করেছেন ‘ক্রিয়েটিভ ডেস্ট্রাকশন মডেল’, যেখানে নতুন ও উন্নত প্রযুক্তি পুরোনো ব্যবস্থাকে প্রতিস্থাপন করে এক ধারাবাহিক উন্নয়নের পথ তৈরি করে।


 নোবেল কমিটির প্রতিক্রিয়া

নোবেল কমিটির সদস্য জন হ্যাসলার বলেন,

“তাদের গবেষণা আমাদের শিখিয়েছে যে উদ্ভাবন হলো টেকসই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। নতুন আইডিয়া, প্রযুক্তি ও জ্ঞানই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায়।”

কোন মন্তব্য নেই