১ ট্রিলিয়ন ডলার বেতন না পেলে টেসলা ছাড়ার হুমকি ইলন মাস্কের
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
১ ট্রিলিয়ন ডলার বেতন না পেলে টেসলা ছাড়ার হুমকি ইলন মাস্কের
আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ককে প্রায় ১ ট্রিলিয়ন ডলার মূল্যের বেতন-ভাতা দেওয়ার প্রস্তাব দিয়েছে কোম্পানির বোর্ড। এই প্রস্তাব অনুমোদন না হলে টেসলা ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি মাস্ক।
বোর্ড চেয়ারম্যান রবাইন ডেনহোম সম্প্রতি শেয়ারহোল্ডারদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে আহ্বান জানিয়েছেন, মাস্কের প্রস্তাবিত বেতন প্যাকেজের পক্ষে ভোট দিতে। তিনি সতর্ক করে বলেন, “যদি ইলনকে অনুপ্রাণিত করার মতো পরিবেশ আমরা তৈরি করতে না পারি, তবে টেসলা তার সময়, প্রতিভা ও দূরদৃষ্টি হারাতে পারে।”
বর্তমানে টেসলায় মাস্কের মালিকানা প্রায় ১৫ শতাংশ। প্রস্তাবিত প্যাকেজ অনুযায়ী আগামী সাড়ে সাত বছরে নির্দিষ্ট সাফল্যের লক্ষ্য পূরণ করলে তিনি সর্বোচ্চ ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার পাবেন।
অন্যদিকে, শেয়ারহোল্ডার পরামর্শদাতা প্রতিষ্ঠান আইএসএস ও গ্লাস লুইস এই প্রস্তাব প্রত্যাখ্যানের পরামর্শ দিয়েছে। তাদের মতে, এই প্যাকেজ অতি বিশাল এবং তা বিদ্যমান শেয়ারহোল্ডারদের অংশীদারত্বকে ক্ষীণ করবে। এছাড়া কিছু বিনিয়োগকারী বোর্ডের নজরদারির অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
সম্প্রতি মাস্ক আরও ইঙ্গিত দিয়েছেন, টেসলার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ‘বিশাল রোবট বাহিনী’ তৈরির মতো প্রকল্পে সময় দিতে চান না, যদি না কোম্পানিতে তার নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি পায়।

কোন মন্তব্য নেই