হজযাত্রীদের জন্য বাধ্যতামূলক চারটি টিকা ঘোষণা করল সৌদি আরব

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
হজযাত্রীদের জন্য বাধ্যতামূলক চারটি টিকা ঘোষণা করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৫:৫৭
আগামী হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরব সরকার হজযাত্রীদের জন্য চারটি টিকা বাধ্যতামূলক ঘোষণা করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব টিকা ছাড়া কোনো হজযাত্রী সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
✅ বাধ্যতামূলক টিকার তালিকা:
১️⃣ কোভিড-১৯ টিকা: সৌদি অনুমোদিত ব্র্যান্ড হতে হবে। সর্বশেষ ডোজ ২০২১–২০২৫ সালের মধ্যে নেওয়া থাকতে হবে এবং হজযাত্রার অন্তত ১৪ দিন আগে নিতে হবে।
২️⃣ মেনিনজাইটিস টিকা: হজের অন্তত ১০ দিন আগে নিতে হবে, কার্যকারিতা থাকবে ৫ বছর পর্যন্ত।
৩️⃣ পোলিও টিকা: ঝুঁকিপূর্ণ দেশ থেকে আগতদের জন্য বাধ্যতামূলক; যাত্রার অন্তত ৪ সপ্তাহ আগে নিতে হবে এবং আন্তর্জাতিক টিকা সনদে উল্লেখ থাকতে হবে।
৪️⃣ পীতজ্বর (ইয়েলো ফিভার) টিকা: নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ দেশের ৯ মাসের ঊর্ধ্বে হজযাত্রীদের নিতে হবে। প্রয়োজনে টিকা সনদ দেখাতে হবে।
📋 যাঁরা হজে অংশ নিতে পারবেন না:
-
জটিল বা দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তি
-
অঙ্গ বিকল, মানসিক বা স্নায়বিক সমস্যায় ভুগছেন এমন রোগী
-
উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতী নারী
-
সংক্রামক রোগ বা ক্যানসারে আক্রান্ত ব্যক্তি
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষায় অনুত্তীর্ণ বা টিকা না নেওয়া হজযাত্রীদের প্রবেশে বাধা দেওয়া হবে। প্রয়োজনে কোয়ারেন্টাইন ও অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা চালু থাকবে।
আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৫:৫৭
আগামী হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরব সরকার হজযাত্রীদের জন্য চারটি টিকা বাধ্যতামূলক ঘোষণা করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব টিকা ছাড়া কোনো হজযাত্রী সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
✅ বাধ্যতামূলক টিকার তালিকা:
১️⃣ কোভিড-১৯ টিকা: সৌদি অনুমোদিত ব্র্যান্ড হতে হবে। সর্বশেষ ডোজ ২০২১–২০২৫ সালের মধ্যে নেওয়া থাকতে হবে এবং হজযাত্রার অন্তত ১৪ দিন আগে নিতে হবে।
২️⃣ মেনিনজাইটিস টিকা: হজের অন্তত ১০ দিন আগে নিতে হবে, কার্যকারিতা থাকবে ৫ বছর পর্যন্ত।
৩️⃣ পোলিও টিকা: ঝুঁকিপূর্ণ দেশ থেকে আগতদের জন্য বাধ্যতামূলক; যাত্রার অন্তত ৪ সপ্তাহ আগে নিতে হবে এবং আন্তর্জাতিক টিকা সনদে উল্লেখ থাকতে হবে।
৪️⃣ পীতজ্বর (ইয়েলো ফিভার) টিকা: নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ দেশের ৯ মাসের ঊর্ধ্বে হজযাত্রীদের নিতে হবে। প্রয়োজনে টিকা সনদ দেখাতে হবে।
📋 যাঁরা হজে অংশ নিতে পারবেন না:
-
জটিল বা দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তি
-
অঙ্গ বিকল, মানসিক বা স্নায়বিক সমস্যায় ভুগছেন এমন রোগী
-
উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতী নারী
-
সংক্রামক রোগ বা ক্যানসারে আক্রান্ত ব্যক্তি
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষায় অনুত্তীর্ণ বা টিকা না নেওয়া হজযাত্রীদের প্রবেশে বাধা দেওয়া হবে। প্রয়োজনে কোয়ারেন্টাইন ও অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা চালু থাকবে।
কোন মন্তব্য নেই