পাকিস্তানি হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত: শোক ও প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল আফগানিস্তান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাকিস্তানি হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত: শোক ও প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল আফগানিস্তান

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত





 পাকিস্তানি হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত: শোক ও প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, সকাল ১১:৫০

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের তিন স্থানীয় ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেশটির ক্রিকেট বোর্ড (এসি‌বি) জানিয়েছে, নিহত তিন খেলোয়াড় হলেন— কবির, সিবঘাতুল্লাহ ও হারুন। এ ঘটনায় আরও পাঁচজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

ঘটনাটি ঘটেছে পূর্ব পাকতিকা প্রদেশের উরগুন এলাকায়। জানা যায়, নিহত ক্রিকেটাররা প্রতিবেশী শহর শারানায় এক প্রীতি ম্যাচ খেলে ফেরার পথে স্থানীয় এক সমাবেশে যোগ দেন। ওই সময় তাদের লক্ষ্য করে চালানো হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসি‌বি) এক বিবৃতিতে জানিয়েছে, “এটি পাকিস্তান কর্তৃক পরিচালিত এক কাপুরুষোচিত হামলা। আফগান ক্রীড়া সমাজের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।”

বোর্ড আরও জানায়, নিহত খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে নির্ধারিত ত্রিদেশীয় সিরিজ থেকে আফগানিস্তান নিজেদের নাম প্রত্যাহার করেছে।

এসি‌বি’র বিবৃতিতে বলা হয়, “আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সংহতি জানাচ্ছি। এই হামলা আফগান ক্রীড়াঙ্গনের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে।”

আফগান তারকা ক্রিকেটার ফজলহক ফারুকি সামাজিক মাধ্যমে লেখেন, “নিরীহ নাগরিক ও আমাদের দেশীয় ক্রিকেটারদের ওপর এই নৃশংস হামলা জঘন্য ও অমার্জনীয় অপরাধ।”
অন্যদিকে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী বলেন, “এটি শুধু পাকতিকার নয়, পুরো আফগান ক্রিকেট পরিবারের জন্য শোকের দিন।”

আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা এ ঘটনাকে জাতীয় শোক ঘোষণা করেছে এবং নিহতদের স্মরণে বিশেষ কর্মসূচি গ্রহণ করবে।

কোন মন্তব্য নেই