ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টেস্টে বিশ্বরেকর্ড গড়লো ভারত
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টেস্টে বিশ্বরেকর্ড গড়লো ভারত
সংবাদ প্রতিবেদন:
স্পোর্টস ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
১৪ অক্টোবর ২০২৫, সোমবার
ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে নতুন বিশ্বরেকর্ড গড়লো ভারত। দিল্লি টেস্টে ৭ উইকেটে জয় পেয়ে দুই ম্যাচের সিরিজ ২–০ ব্যবধানে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। এই জয়ের মধ্য দিয়ে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে টানা সর্বাধিক টেস্ট সিরিজ জয়ের বিশ্বরেকর্ড স্পর্শ করেছে তারা।
দিল্লি টেস্টের পঞ্চম দিনে ১ উইকেটে ৬৩ রান নিয়ে দিন শুরু করেছিল ভারত। জয়ের জন্য তখন প্রয়োজন ছিল আরও ৫৮ রান। তবে রস্টন চেইজের দুর্দান্ত স্পেলে পরপর দুই উইকেট হারায় ভারত। ৩৯ রানে আউট হন সাই সুদর্শন এবং ১৩ রানে বিদায় নেন অধিনায়ক শুভমান গিল।
শেষ দিকে কে. এল. রাহুলের অপরাজিত ৫৮ রানের ইনিংসে ভর করে জয় নিশ্চিত করে ভারত।
এর আগে প্রথম ইনিংসে ফলোঅনে পড়ার পর ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান তুললেও তা ভারতের জয় আটকাতে পারেনি।
এই জয়ের ফলে ২০০২ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার পর থেকে ভারত টানা ১০টি টেস্ট সিরিজ জিতলো, যা দক্ষিণ আফ্রিকার রেকর্ডের সমান। দক্ষিণ আফ্রিকাও ১৯৯৮ থেকে ২০২৪ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১০টি সিরিজ জিতেছিল।
এই জয়ের মাধ্যমে টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেলেন তরুণ অধিনায়ক শুভমান গিল।

কোন মন্তব্য নেই