এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৫% বাড়িভাড়া নির্ধারণ, ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৫% বাড়িভাড়া নির্ধারণ, ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৫% বাড়িভাড়া নির্ধারণ, ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার


নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৩

সরকার দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়িভাড়া নির্ধারণ করেছে। এ সিদ্ধান্ত মেনে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।

রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা বলেন, “শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ রক্ষায় সচেষ্ট। বাজেট সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাড়িভাড়া সংক্রান্ত এই সিদ্ধান্ত হয়েছে। আমি আশা করি, এখন শিক্ষকরা দায়িত্বশীলতার সঙ্গে ক্লাসে ফিরে যাবেন এবং শিক্ষাক্রম স্বাভাবিকভাবে চলবে।”

তিনি আরও বলেন, “আমরা জানি শিক্ষক সমাজ আরও বেশি প্রাপ্য, কিন্তু বর্তমান আর্থিক সীমাবদ্ধতায় যা সম্ভব, সরকার তা করেছে। তাই আন্দোলন বন্ধ করে সবাইকে শিক্ষা কার্যক্রমে ফিরে আসার অনুরোধ জানাচ্ছি।”

এর আগে অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারের বিদ্যমান বাজেট পরিস্থিতি বিবেচনা করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে, তবে সর্বনিম্ন ২০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি আগামী নভেম্বর থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, এর আগে সরকার এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছিল। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে ২০ শতাংশ বাড়িভাড়া, দেড় হাজার টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবিতে ১২ অক্টোবর থেকে আন্দোলন শুরু করেন।

কোন মন্তব্য নেই