বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি
বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি
টাইমস এক্সপ্রেস ২৪ স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫, সকাল ০৯:১৭ | আপডেট: সকাল ০৯:১৭
ইতালীয় কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের হয়ে আসন্ন ২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। ফুটবলের ইতিহাসে এখনো পর্যন্ত কোনো দেশ বিদেশি কোচের অধীনে বিশ্বকাপ জেতেনি। কিন্তু আনচেলত্তির বিশ্বাস— “জীবনে সবসময়ই প্রথমবার বলে কিছু থাকে”, এবং সেই ‘প্রথম’ হতে চান তিনি।
মে মাসে দায়িত্ব নেওয়ার পর ছয় দশকের মধ্যে প্রথম বিদেশি কোচ হিসেবে ব্রাজিলের দায়িত্ব পেয়েছেন আনচেলত্তি। তাঁর অধীনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কঠিন বাছাইপর্ব পেরিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে ৫-০ গোলে জিতেছে সেলেসাওরা। মঙ্গলবার তারা টোকিওতে জাপানের মুখোমুখি হবে।
আনচেলত্তি বলেন,
“ব্রাজিল জাতীয় দলের জন্য নিজের সেরাটা দিতে চাই। আমরা সবাই মিলে বিশ্বকাপে ইতিহাস গড়তে চাই। সুন্দর ফুটবল মানে শুধু ব্যক্তিগত দক্ষতা নয়, বরং টিমওয়ার্ক— আর সেটিই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি।”
এশিয়া সফরে ইনজুরির কারণে নেই নেইমার। উরুর চোটে নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকবেন তিনি। তবে কোচের আস্থা অটুট—
“নেইমার যদি ফিট থাকে, তাহলে জাতীয় দলে তার জায়গা নিশ্চিত। তার মানসিক ও শারীরিক ফিটনেসই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
আনচেলত্তির অধীনে ব্রাজিল এখন পর্যন্ত পাঁচ ম্যাচের চারটিতেই গোল না খেয়ে মাঠ ছেড়েছে। দলীয় রক্ষণভাগে শৃঙ্খলা আনায় প্রশংসা কুড়াচ্ছেন এই ইতালিয়ান কোচ। ব্রুনো গুইমারায়েস বলেন,
“আনচেলত্তি প্রতিরোধ গড়ার কৌশল জানেন। বিশ্বকাপ জিততে গেলে ডিফেন্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র।”
অন্যদিকে, আসন্ন প্রীতি ম্যাচে জাপানও আত্মবিশ্বাসী। তবে ইনজুরিতে ভুগছেন দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়— কাওরু মিতোমা (ব্রাইটন) ও ওয়াতারু এন্ডো (লিভারপুল)। তবুও জাপান কোচ হাজিমে মোরিইয়াসু বলেন,
“আমরা জিততে চাই এবং প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত। ব্রাজিলকে হারানো আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।”
কোন মন্তব্য নেই