নতুন আয়োজন নিয়ে ফিরছেন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নতুন আয়োজন নিয়ে ফিরছেন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নতুন আয়োজন নিয়ে ফিরছেন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা


টাইমস এক্সপ্রেস ২৪ | বিনোদন ডেস্ক

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সোহেল রানা আবারও তার ভক্তদের সামনে ফিরছেন নতুন আয়োজনে। যদিও বর্তমানে নিয়মিতভাবে পর্দায় দেখা যায় না তাকে, তবে চলচ্চিত্র আর দর্শকের প্রতি ভালোবাসা এখনও সমান গভীর।


 ‘আমি সোহেল রানা’ পডকাস্টে নতুনভাবে দর্শকের সামনে

আজ (১৭ অক্টোবর) থেকে প্রতি শুক্রবার রাত ১০টায় ইউটিউব চ্যানেল **‘আইজ অন স্টুডিও’**তে প্রচার হবে সোহেল রানাকে নিয়ে নতুন পডকাস্ট শো ‘আমি সোহেল রানা’
প্রথম সিজনে মোট ১২টি এপিসোড প্রচারিত হবে, যেখানে অভিনেতা কথা বলবেন তার জীবনের নানা স্মৃতি, চলচ্চিত্রজগৎ এবং সহকর্মীদের নিয়ে অজানা গল্প।


 সোহেল রানার অভিজ্ঞতার ঝুলিতে নতুন অধ্যায়

পডকাস্ট নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে সোহেল রানা বলেন—

“ঈদের পডকাস্টে অংশ নিয়ে দারুণ সাড়া পেয়েছিলাম। অনেকে বলেছিলেন, আরও শুনতে চান। তাই আবার ফিরে এলাম। এবার বিস্তারিতভাবে নিজের জীবনের গল্প বলার সুযোগ পাচ্ছি। একদিন আমি থাকবো না, কিন্তু আমার বলা কথাগুলো রয়ে যাবে।”


 চলচ্চিত্রে সোহেল রানা: এক অনন্য ইতিহাস

সোহেল রানার পারিবারিক নাম মাসুদ পারভেজ। প্রযোজক হিসেবে তার যাত্রা শুরু হয় ১৯৭২ সালে, ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে—যা বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
পরের বছর ‘মাসুদ রানা’ সিনেমায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি, একইসঙ্গে পরিচালনার দায়িত্বও নেন নিজের নামে।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন বহু জনপ্রিয় চলচ্চিত্র এবং তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ২০১৯ সালে পেয়েছেন আজীবন সম্মাননা


 চলচ্চিত্রপ্রেমীদের জন্য সোহেল রানার বার্তা

এই নতুন আয়োজনের মাধ্যমে তিনি শুধু বিনোদন নয়, নতুন প্রজন্মের কাছে বাংলা চলচ্চিত্রের ইতিহাস ও অভিজ্ঞতা পৌঁছে দিতে চান

কোন মন্তব্য নেই