ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়া দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন ক্যামেরন গ্রিন
![]() |
| ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত |
ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়া দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন ক্যামেরন গ্রিন
টাইমস এক্সপ্রেস ২৪ | স্পোর্টস ডেস্ক
ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন দলের তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (CA)। গ্রিনের জায়গায় দলে ডাকা হয়েছে মার্নাস লাবুশেনকে, যিনি শনিবার অ্যাডিলেডে শেফিল্ড শিল্ড ম্যাচ শেষ করে সরাসরি পার্থে যোগ দেবেন। সেখানেই আগামী রোববার শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ।
চোটে ছিটকে গেলেন ক্যামেরন গ্রিন
২৬ বছর বয়সী ক্যামেরন গ্রিন সম্প্রতি পিঠের অস্ত্রোপচারের পর প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন। তিনি নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজে অংশ না নিয়ে নিজের রাজ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে শিল্ড ম্যাচ খেলেন।
সেখানে নির্ধারিত আট ওভার বল করার কথা থাকলেও তিনি মাত্র চার ওভার বল করে একটি উইকেট নেন। পরে দলের মেডিকেল টিমের পরামর্শে তাকে আর বোলিং করতে দেওয়া হয়নি।
মেডিকেল টিমের নির্দেশে বিশ্রামে গ্রিন
ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিকেল বিভাগ জানায়, অস্ত্রোপচারের পর গ্রিনের শরীরে এখনো পূর্ণ ফিটনেস ফিরে আসেনি। তাই তাকে পরপর দুই দিন বল করার অনুমতি দেওয়া হয়নি।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ইনিংস দ্রুত শেষ হওয়ায় যথেষ্ট বিশ্রামও পাননি তিনি—যার ফলে চোটের ঝুঁকি বাড়ে।
অ্যাশেজ প্রস্তুতিতেও প্রভাব ফেলতে পারে
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই চোট গ্রিনের অ্যাশেজ সিরিজের প্রস্তুতিতেও প্রভাব ফেলতে পারে। অস্ট্রেলিয়া দলের ম্যানেজমেন্ট বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

কোন মন্তব্য নেই