জলবায়ু পরিবর্তনের প্রভাবে দারিদ্র্যে ভুগছে ১১০ কোটি মানুষ: জাতিসংঘ–অক্সফোর্ড প্রতিবেদন
![]() |
| ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত |
জলবায়ু পরিবর্তনের প্রভাবে দারিদ্র্যে ভুগছে ১১০ কোটি মানুষ: জাতিসংঘ–অক্সফোর্ড প্রতিবেদন
টাইমস এক্সপ্রেস ২৪ | আন্তর্জাতিক ডেস্ক
জলবায়ু পরিবর্তনের ধাক্কায় দারিদ্র্যের গভীরতায় তলিয়ে যাচ্ছে বিশ্ব। নতুন এক প্রতিবেদনে জানা গেছে, জলবায়ু বিপর্যয়ের কারণে বিশ্বের ১০৯টি দেশের প্রায় ১১০ কোটি মানুষ এখন চরম বহুমাত্রিক দারিদ্র্যে ভুগছে।
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP) এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোভার্টি হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (OPHI) যৌথভাবে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
জলবায়ু বিপর্যয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠী
প্রতিবেদনে বলা হয়েছে, ৬৩০ কোটি মানুষের মধ্যে প্রায় ১৮ শতাংশ জলবায়ুজনিত দারিদ্র্যে ভুগছে।
এর মধ্যে প্রায় ৯০ কোটি মানুষ সরাসরি জলবায়ু ঝুঁকিতে, যা বিশ্বের মোট দরিদ্র জনগোষ্ঠীর ৮০ শতাংশ।
বিশ্লেষণে দেখা গেছে—
-
৬০ কোটি ৮ লাখ মানুষ চরম তাপে,
-
৫৭ কোটি ৭ লাখ মানুষ দূষণে,
-
৪৬ কোটি ৫ লাখ মানুষ বন্যায়,
-
এবং ২০ কোটি ৭ লাখ মানুষ খরায় ভুগছে।
প্রায় ৬৫ কোটির বেশি মানুষ অন্তত দুটি জলবায়ু বিপদের মুখে, এবং ১ কোটি মানুষ এক বছরে চার ধরনের দুর্যোগের শিকার হয়েছেন।
জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্যের যুগল সংকট
প্রতিবেদনে সতর্ক করা হয়েছে—দারিদ্র্য ও জলবায়ু বিপর্যয় এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে।
এর প্রভাব পড়ছে শিশু মৃত্যুহার, স্যানিটেশন, বিদ্যুৎ, বাসস্থান ও শিক্ষায়, যা মানব উন্নয়নের মৌলিক সূচককে বিপর্যস্ত করছে।
জাতিসংঘের ভারপ্রাপ্ত প্রশাসক হাওলিয়াং শু বলেন,
“খরা, বন্যা, তাপপ্রবাহ বা বায়ুদূষণের প্রভাব থেকে কেউই পুরোপুরি নিরাপদ নয়। কিন্তু সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীই এর ভয়াবহতা সবচেয়ে বেশি ভোগ করছে।”
তিনি আরও বলেন, আগামী নভেম্বর মাসে ব্রাজিলে অনুষ্ঠিতব্য COP30 জলবায়ু সম্মেলন বিশ্বনেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যেখানে জলবায়ু মোকাবিলাকে দারিদ্র্য হ্রাসের অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
সবচেয়ে ঝুঁকিতে আফ্রিকা ও দক্ষিণ এশিয়া
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাহারার দক্ষিণাঞ্চলীয় আফ্রিকা ও দক্ষিণ এশিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল।
এই অঞ্চলে চরম তাপমাত্রা, খরা, বন্যা ও বায়ুদূষণ একসঙ্গে মানুষকে দারিদ্র্যের গভীর খাদে ঠেলে দিচ্ছে।

কোন মন্তব্য নেই