রাশিয়া নির্ভরতা কমাতে মার্কিন কোম্পানি থেকে ৪০ লাখ ব্যারেল তেল কিনল ভারত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাশিয়া নির্ভরতা কমাতে মার্কিন কোম্পানি থেকে ৪০ লাখ ব্যারেল তেল কিনল ভারত

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রাশিয়া নির্ভরতা কমাতে মার্কিন কোম্পানি থেকে ৪০ লাখ ব্যারেল তেল কিনল ভারত


আন্তর্জাতিক ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার

রাশিয়ার তেলের ওপর নির্ভরতা কমাতে নতুন উৎসের সন্ধান পেয়েছে ভারত। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চাপের মুখে দক্ষিণ আমেরিকার দেশ গায়ানায় অবস্থিত মার্কিন জ্বালানি কোম্পানি এক্সন মবিলের কাছ থেকে ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কিনেছে দেশটির শীর্ষ দুটি পরিশোধনাগার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি) ও হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন (এইচপিসিএল) শুক্রবার চুক্তিটি সম্পন্ন করেছে। ২০২৫ সালের শেষ অথবা ২০২৬ সালের শুরুতে তেল সরবরাহ শুরু হবে বলে জানা গেছে।

আইওসি প্রথমবারের মতো ‘গোল্ডেন অ্যারোহেড’ গ্রেডের ২০ লাখ ব্যারেল তেল, আর এইচপিসিএল ‘লাইজা’ ও ‘ইউনিটি গোল্ড’ গ্রেডের আরও ২০ লাখ ব্যারেল কিনেছে।

এই পদক্ষেপকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, ভারতকে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে হবে। বর্তমানে ভারতীয় কর্মকর্তারা ওয়াশিংটনে শুল্ক হ্রাস ও বাণিজ্য সম্পর্কিত আলোচনায় অংশ নিচ্ছেন, যেখানে রাশিয়ান তেল আমদানি হ্রাস একটি মূল শর্ত হিসেবে রাখা হয়েছে।

বর্তমানে ভারতের মোট তেল আমদানির প্রায় ৩৬ শতাংশ রাশিয়া থেকে আসে, যা দৈনিক প্রায় ১৭ দশমিক ৫ লাখ ব্যারেল। তবে ডিসেম্বরের পর থেকে এই ক্রয়ে বড় ধরনের হ্রাস আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও নীতিনির্ধারকেরা।

এদিকে, এক্সন মবিল নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের তেল উৎপাদন বাড়ার ফলে গায়ানা দ্রুত বৈশ্বিক তেল রপ্তানিকারক হিসেবে গুরুত্ব পাচ্ছে। বর্তমানে দেশটির দৈনিক তেল উৎপাদন ৭ লাখ ৭০ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে। জুলাইয়ে নতুন ‘গোল্ডেন অ্যারোহেড’ গ্রেড চালুর পর অক্টোবর মাসে গায়ানার রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে দৈনিক ৯ লাখ ৩৮ হাজার ব্যারেল, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

কোন মন্তব্য নেই