এক হিন্দু জ্যোতিষীর পরামর্শে মুসলিম নাম পান এ আর রহমান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এক হিন্দু জ্যোতিষীর পরামর্শে মুসলিম নাম পান এ আর রহমান

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

এক হিন্দু জ্যোতিষীর পরামর্শে মুসলিম নাম পান এ আর রহমান


বিনোদন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার

অস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রহমানের জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি তাঁর ধর্মান্তর ও সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার প্রকাশ্যে কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ বইতে রহমান জানিয়েছেন, কীভাবে এক হিন্দু জ্যোতিষী তাঁর জন্য মুসলিম নামটি প্রস্তাব করেছিলেন।

ধর্মান্তরের আগে তাঁর নাম ছিল এ.এস. দিলীপ কুমার। রহমান জানান, বাবার অকালমৃত্যু তাঁকে আধ্যাত্মিকতার পথে টেনে আনে। তাঁর মা ছিলেন ধর্মপ্রাণ হিন্দু, তবে আধ্যাত্মিকতার প্রতি গভীর অনুরাগী। তাঁদের বাড়িতে হিন্দু দেবদেবীর ছবির পাশাপাশি মাদার মেরি ও মক্কা-মদিনার ছবিও ছিল।

এক সময় ছোট বোনের কোষ্ঠী বিচার করাতে গিয়ে তাঁরা এক হিন্দু জ্যোতিষীর কাছে যান। সেই জ্যোতিষীই রহমানকে ‘আব্দুর রহমান’ ও ‘আব্দুর রহিম’ নামের পরামর্শ দেন। রহমান বলেন, “সেই মুহূর্তে আমার ‘রহমান’ নামটি ভীষণ ভালো লেগে যায়।” এভাবেই, একজন হিন্দু জ্যোতিষীর পরামর্শেই তিনি নতুন মুসলিম নাম পান—আল্লারাখা রহমান

সুফি ইসলাম গ্রহণ প্রসঙ্গে রহমান বলেন, “এই পথে আসার জন্য কারও কোনো চাপ ছিল না। সুফিবাদের পথে কেউ কাউকে জোর করে না; মন থেকে এলে তবেই অনুসরণ করা যায়।”

তিনি আরও জানান, সুফিবাদের পথ তাঁর ও তাঁর মায়ের জীবনকে আধ্যাত্মিকভাবে উন্নত করেছে। যেহেতু তাঁরা দুজনেই শিল্পী ছিলেন, তাই ধর্মান্তরের বিষয়টি তাঁদের চারপাশের মানুষ তেমন গুরুত্ব দেননি।

কোন মন্তব্য নেই