বিএটিবিসির আয় কমেছে ২৩ শতাংশ — তৃতীয় প্রান্তিকে ইপিএস ৫ টাকা ৬৫ পয়সা
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বিএটিবিসির আয় কমেছে ২৩ শতাংশ — তৃতীয় প্রান্তিকে ইপিএস ৫ টাকা ৬৫ পয়সা
🕒 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, রাত ৯:৩৫
টাইমস এক্সপ্রেস ২৪:
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) কমেছে ২৩ দশমিক ১২ শতাংশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
🔹 আর্থিক ফলাফল (জুলাই–সেপ্টেম্বর ২০২৫):
আলোচ্য প্রান্তিকে বিএটিবিসির শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৫ টাকা ৬৫ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ছিল ৭ টাকা ৩৫ পয়সা।
🔹 নয় মাসের হিসাব (জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫):
চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির মোট শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২৪ টাকা ৪৯ পয়সা।
এছাড়া ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিএটিবিসির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) ছিল ১০৫ টাকা ২২ পয়সা।
বিশ্লেষকদের মতে, কর কাঠামোর পরিবর্তন, কাঁচামালের ব্যয় বৃদ্ধি এবং বিক্রয় প্রবৃদ্ধি হ্রাসের কারণে বিএটিবিসির আয় কমেছে।
কোন মন্তব্য নেই