বড় লোকসানে এবি ব্যাংক — তৃতীয় প্রান্তিকে ক্ষতি ১৩৪ কোটি টাকা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বড় লোকসানে এবি ব্যাংক — তৃতীয় প্রান্তিকে ক্ষতি ১৩৪ কোটি টাকা



ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বড় লোকসানে এবি ব্যাংক — তৃতীয় প্রান্তিকে ক্ষতি ১৩৪ কোটি টাকা

🕒 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, রাত ৯:৪০

 টাইমস এক্সপ্রেস ২৪:

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এবি ব্যাংক পিএলসি ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি গত প্রান্তিকে মুনাফা করলেও আলোচ্য সময়ে বড় ধরনের লোকসানে পড়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

🔹 আর্থিক ফলাফল (জুলাই–সেপ্টেম্বর ২০২৫):
তৃতীয় প্রান্তিকে এবি ব্যাংক ১৩৪ কোটি ২০ লাখ টাকা লোকসান দিয়েছে। সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান (EPS) দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৮ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় ছিল মাত্র ৩ পয়সা

🔹 নয় মাসের হিসাব (জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫):
চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির মোট লোকসান দাঁড়িয়েছে ৩ হাজার ১০০ কোটি টাকা। সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান (EPS) হয়েছে ৩৪ টাকা ৬১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১৯ পয়সা আয়

এছাড়া ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এবি ব্যাংকের শেয়ারপ্রতি নিট দায় (Net Liability per Share) দাঁড়িয়েছে ২৭ টাকা ৩৬ পয়সা

বিশ্লেষকদের মতে, ব্যাংকটির উচ্চপর্যায়ের ঋণ ঝুঁকি, সুদের হার ব্যবধান সংকুচিত হওয়া এবং অপ্রদেয় ঋণ (NPL) বৃদ্ধির কারণে এই লোকসান বেড়েছে।

কোন মন্তব্য নেই