এক নজরে দেখুন ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা — ২০২৪–২৫ অর্থবছর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এক নজরে দেখুন ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা — ২০২৪–২৫ অর্থবছর


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত


নিজস্ব প্রতিবেদক, টাইমস এক্সপ্রেস ২৪:

শেয়ারবাজারে তালিকাভুক্ত আটটি কোম্পানির পরিচালনা বোর্ড ২০২৪–২৫ অর্থবছরের ব্যবসায়িক কার্যক্রম শেষে ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় ছয়টি কোম্পানি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে, আর দুটি কোম্পানি এবার কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিগুলোর প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (PSI) অনুযায়ী ডিভিডেন্ড ও শেয়ারপ্রতি মুনাফা (EPS) নিচে দেওয়া হলো—

ক্র.কোম্পানির নামঘোষিত ডিভিডেন্ডের হারইপিএস (টাকা)
মনোস্পুল বাংলাদেশ৫% নগদ ও ১৫% বোনাস৩.৭৬
মাগুরা মাল্টিপ্লেক্স১১% নগদ৩.৬০
কনফিডেন্স সিমেন্ট১০% নগদ১১.২৩
এমবি ফার্মা১০% নগদ২.২১
আরডি ফুড১% নগদ০.৬১
একমি পেস্টিসাইডস০.০১% নগদ(১.১৪)
ড্যাফোডিল কম্পিউটার্সকোনো ডিভিডেন্ড নয়০.১৬
ইনটেককোনো ডিভিডেন্ড নয়(০.৪৫)

কোন মন্তব্য নেই