দুদকের মামলার মুখে রবি আজিয়াটার সাবেক কর্মকর্তা রাকিবুল হাসান, অভিযোগ অবৈধ সম্পদ অর্জনের
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের সাবেক নেটওয়ার্ক বিশেষজ্ঞ মো. রাকিবুল হাসান এর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম মামলাটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২১ সালের সেপ্টেম্বরে রাকিবুল হাসান তার সম্পদ বিবরণী দাখিল করেন। যাচাইকালে দেখা যায়, তিনি ৩৩ লাখ ৫৯ হাজার ১২১ টাকার সম্পদ গোপন রেখে ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন।
এছাড়া প্রাথমিক অনুসন্ধানে দুদক দেখতে পেয়েছে যে, রবি আজিয়াটার এই সাবেক কর্মকর্তা ৩ কোটি ২৩ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
দুদক সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রবি আজিয়াটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর, যেখানে দীর্ঘদিন কর্মরত ছিলেন রাকিবুল হাসান।
 

 
 
 
 
 
 
 
 
 
কোন মন্তব্য নেই